জাপানের উত্তর-পূর্বাঞ্চলে ফের ভূমিকম্প

আন্তর্জাতিক ডেস্ক : জাপানের উত্তর-পূর্বাঞ্চলে ফের ভূমিকম্প হয়েছে। স্থানীয় সময় বৃহস্পতিবার সকালে ফুকুশিমার পূর্বে ৫ দশমিক ৬ মাত্রার এই ভূমিকম্প আঘাত হানে।

যুক্তরাষ্ট্রের ভূতাত্ত্বিক জরিপ সংস্থা (ইউএসজিএস) জানিয়েছে, ভূপৃষ্ঠের ১৯ দশমিক ৬ কিলোমিটার গভীরে এর কেন্দ্র। উৎপত্তিস্থলের ১০৩ কিলোমিটার দূরে আদাতারা আগ্নেয়গিরি রয়েছে।

এ ভূমিকম্পের ফলে জাপানের আবহাওয়া অফিস সুনামি সতর্কতা জারি করেনি। মধ্যম মাত্রার এ ধরনের ভূমিকম্প দেশটিতে প্রায়ই হয়ে থাকে। দুদিন আগে ফুকুশিমা পারমাণবিক কেন্দ্রের কাছে শক্তিশালী ভূমিকম্প হয়।

বৃহস্পতিবারের ভূমিকম্পের পর এখন পর্যন্ত প্রাণহানি ও ক্ষয়ক্ষতির কোনো তথ্য পাওয়া যায়নি বলে জানিয়েছে জাপানের গণমাধ্যমগুলো।

জাপান ভূমিকম্পপ্রবণ দেশ। সক্রিয় টেকটোনিক প্লেটের ওপর অবস্থিত দেশটি। ভবন নির্মাণ আইন কঠোরভাবে মেনে চলায় ভূমিকম্পে ক্ষয়ক্ষতির পরিমাণ হয় খুব কম। দুই দিন আগে দেশটিতে রিখটার স্কেলে ৭ দশমিক ৪ মাত্রার ভূমিকম্প হয়। কিন্তু কোনো প্রাণহানি হয়নি।

এর আগে এ বছরের এপ্রিলে দুটি বড় ভূমিকম্পে মারা যায় কমপক্ষে ৫০ জন। ২০১১ সালে শক্তিশালী ভূমিকম্পে সুনামি সৃষ্টি হয়। ফুকুশিমা পরমাণু কেন্দ্র মারাত্মক ক্ষতিগ্রস্ত হয়। ওই ভূমিকম্পে মারা যায় প্রায় ১৮ হাজার মানুষ।