জাপান প্রণালীতে রাশিয়া-চীনের ১০ জাহাজ

রাশিয়া ও চীনের ১০টি নৌ-জাহাজ একঙ্গে জাপানের হোনশু ও হোক্কাইডো দ্বীপের মধ্যকার সুগারু প্রণালী অতিক্রম করেছে।

মঙ্গলবার নিয়মিত এক সংবাদ সম্মেলনে জাপানের উপপ্রধান কেবিনেট সেক্রেটারি ইয়োশিহিকো ইসোজাকি বলেন, সরকার জাপানের আশেপাশে রাশিয়া ও চীনের নৌবাহিনীর এমন তৎপরতা নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে।

তিনি বলেন, আমরা সর্বোচ্চ গুরুত্ব দিয়ে জাপানের জলপথ ও আকাশ নজরদারিতে রাখব।

সুগারু প্রণালীতে একসঙ্গে চীন-রাশিয়ার নৌজাহাজ চলাচলের বিষয়টি এই প্রথম নিশ্চিত করে জানাল জাপান। এই প্রণালী প্রশান্ত মহাসাগরীয় অঞ্চল থেকে জাপান সাগরকে আলাদা করেছে।

প্রণালীটি আন্তর্জাতিক জলপথ হিসেবে ব্যবহৃত হয়ে থাকলেও পূর্ব চীন সাগরের কয়েকটি ক্ষুদ্র দ্বীপ নিয়ে জাপানের সঙ্গে অনেক দিন থেকেই চীনের বিরোধ রয়েছে। রাশিয়ার সঙ্গেও অঞ্চল নিয়ে বিরোধ রয়েছে জাপানের।

জাপানের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মুখপাত্র জানিয়েছেন, চীন ও রাশিয়ার নৌবাহিনীর এই জাহাজ চলাচলের কারণে আন্তর্জাতিক কোনও নিয়ম লঙ্ঘন হয়নি। জাপানের জলসীমাও লঙ্ঘন হয়নি।