জাস্টিস ফর পরীমনি হ্যাশট্যাগে সোচ্চার শিল্পী-নির্মাতারা

ধর্ষণ এবং হত্যাচেষ্টার অভিযোগে পরীমনির করা মামলায় প্রধান আসামি নাসির উদ্দিন মাহমুদসহ ৫ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। সোমবার (১৪ জুন) দুপুরে রাজধানীর উত্তরার একটি বাসায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

এর আগে ব্যবসায়ী নাসির উদ্দিনের বিরুদ্ধে ধর্ষণ ও হত্যাচেষ্টার অভিযোগ করেন পরীমনি। রোববার (১৩ জুন) রাতে বনানীর নিজ বাসায় সংবাদ সম্মেলন করে এ অভিযোগ করেন নায়িকা।

ঢালিউড অভিনেত্রী যাদের বিরুদ্ধে ধর্ষণ ও হত্যাচেষ্টার অভিযোগ করেছেন, তাদের বিচারের দাবিতে ফেসবুকে সোচ্চার হয়েছেন চলচ্চিত্র, টিভি নাটকের নির্মাতা ও অভিনয়শিল্পীরা। সহকর্মীর ওপর এমন অন্যায়ের প্রতিবাদ জানিয়ে ‘জাস্টিস ফর পরীমনি’ হ্যাশট্যাগে ফেইসবুকে সোচ্চার হয়েছেন জয়া আহসান, ভাবনা, গিয়াসউদ্দিন সেলিম, নাবিলাসহ বেশ কয়েকজন অভিনয়শিল্পী ও নির্মাতা।

জয়া লিখেছেন, ‘পরীমনির খবরটি শোনার পর থেকে বেদনা ও ধিক্কারে মনটা ভরে উঠেছে। আমি কষ্ট পাচ্ছি মানুষ হিসেবে, মেয়ে হিসেবে, অভিনয় জগতের একজন সদস্য হিসেবে।’

‘একবিংশ শতকের অনেকটা পথ পার হয়ে এসে এখনও মেয়েদের এমন লাঞ্ছনা দেখতে হবে? কোনো মানুষ, কোনো মেয়ের সঙ্গে এমন আচরণ করার মন-মানসিকতা বা দুঃসাহস কোত্থেকে আসে? যে চলচ্চিত্র শিল্পকে রক্তে–ঘামে আমরা তিল তিল করে গড়ে তুলছি, তা এতই নাজুক, এতই খেলো?’ যোগ করেন তিনি।

জয়া আরও লিখেছেন, ‘এ ঘটনা আমরা তলা পর্যন্ত বুঝতে চাই। আমরা দেখতে চাই, এমন দুর্বৃত্তপনার বিচার হয়েছে। দেখতে চাই, কোনো মেয়ে– তা সে যে-ই হোক– তার সঙ্গে এমন আচরণের অবসান হয়েছে।’

হ্যাশট্যাগ ‘জাস্টিস ফর পরীমনি’ লিখে নিজের ফেসবুকে স্ট্যাটাস দিয়েছেন অভিনেত্রী আশনা হাবিব ভাবনা। তিনি লিখেছেন, ‘পরীর এই কান্না নিতে ভীষণ কষ্ট হচ্ছে। একজন নারী হিসেবে, একজন সহকর্মী হিসেবে। সম্মান একটা পিঁপড়ারও আছে। পরীমনি একজন নায়িকা। হ্যা, বাংলা সিনেমার নায়িকা। তো! তার সাথে যা খুশি তাই করা যাবে। এই পিতৃতান্ত্রিক সমাজে যত বড় হচ্ছি তত নিজেকে অতি ক্ষুদ্রভাবে দেখতে পাচ্ছি।’

যোগ করে ভাবনা আরও লেখেন, ‘একজন নারী সে ঘরের বউ হোক, পার্লারে কাজ করা মেয়ে হোক, বিশাল কাঁচের রুমে বসে অফিস করা মেয়ে হোক, গার্মেন্টস কর্মী হোক, ডাক্তার হোক, লেখক হোক আর যদি নায়িকা হয় তাহলে তো কথাই নাই। সবাইকে সহ্য করতে হয়, অসম্মান, সবাইকে।’

ভাবনা স্ট্যাটাসের শেষে লেখেন, ‘পরী তুমি ভাঙবে না প্লিজ। কারো জন্যে প্রতিবাদ করব আর কারো জন্যে করব না, তাও আমাদের ছকে বাঁধা। কী যোগ-বিয়োগের পৃথিবীরে বাবা।’

পরীমনি অভিনীত ‘স্বপ্নজাল’ চলচ্চিত্রের নির্মাতা গিয়াসউদ্দিন সেলিম এক ভিডিওবার্তায় এ ঘটনার নিন্দা জানিয়েছেন। তিনি বলেন, ‘সাম্প্রতিক সময়ে দেখছি, টাকার গরমের কাছে আইন ও আদেশ গলে গলে যাচ্ছে। আমরা উন্নয়নের মহাসড়কে উঠেছি এখনও যদি আইনশৃঙ্খলা ঠিক না করি তাহলে পুরো জাতি তলিয়ে যাবে। আমি এর সঠিক বিচার চাই।’

নির্মাতা খিজির হায়াত লেখেন, ‘তনু, নুসরাত আর মুনিয়াদের বিচারহীন আত্মারা যখন ডুকরে কাঁদে, বিবেকহীন জাতির নায়িকা পরীমনিও তখন সম্ভ্রমহানির ফাঁদে।

চলচ্চিত্র নির্মাতা দেবাশীষ বিশ্বাস লেখেন, আমার মামণির জন্য বিচার চাই!

ছোটপর্দার অভিনেত্রী মিশু চৌধুরী ‘জাস্টিস ফর পরীমনি’ হ্যাশট্যাগে লিখেছেন, ‘পরীমনি পাশে আছি। এই মুহূর্তে আপনাকে আরও শক্ত হতে হবে। বিচার আপনিই পাবেন। আপনি নিজেই আপনার মনোবল। দোয়া করি এই কঠিন সময় যেন খুব তাড়াতাড়ি পার হয়।’

ছোটপর্দার আরেক অভিনেত্রী ঊর্মিলা শ্রাবন্তী কর লিখেছেন, আমরা কোথায় আছি! এ কোন দেশে আমরা বাস করছি! স্বনামধন্য চিত্রনায়িকা পরীমনির সাথে যে অন্যায় হয়েছে, তার তীব্র প্রতিবাদ জানাই ও দোষী ব্যক্তিদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করছি। নারীর প্রতি কোনো সহিংসতা ও অত্যাচার সহ্য করব না – মানব না।’

ছোট ও বড়পর্দার অভিনয়শিল্পী-নির্মাতাদের মধ্যে কায়েস আরজু, মাসুমা রহমান নাবিলা, অপূর্ব রানা, শ্রাবণ্য তৌহিদাসহ আরও অনেকে প্রতিবাদে শামিল হয়েছেন।