জিপিএ-৫ এ ঢাকাই সেরা

নিজস্ব প্রতিবেদক : এবার এইচএসসিতে আট বোর্ডের মধ্যে জিপিএ-৫ প্রাপ্তির দিক থেকে অন্যান্য বছরের মতো এবারো সেরা ঢাকা বোর্ড। এ বোর্ডে ১৮ হাজার ১৮৭ জন শিক্ষার্থী জিপিএ-৫ পেয়েছেন। এইচএসসি ও সমমান পরীক্ষায় প্রকাশিত ফলের পরিসংখ্যান থেকে এ তথ্য জানা গেছে।

শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি আজ বুধবার (১৭ জুলাই) দুপুরে সচিবালয়ে এক সংবাদ সম্মেলনে আনুষ্ঠানিকভাবে ফল প্রকাশ করেন। এবার আট বোর্ডে এইচএসসিতে পাসের হার ৭১ দশমিক ৮৫ শতাংশ। দশ বোর্ডে গড় পাসের হার ৭৩ দশমিক ৯৩ শতাংশ। এবার রাজশাহী বোর্ডে ৬ হাজার ৭২৯ জন, দিনাজপুর বোর্ডে ৪ হাজার ৪৯ জন, যশোর বোর্ডে ৫ হাজার ৩১২ জন, চট্টগ্রাম বোর্ডে ২ হাজার ৮৬০ জন, কুমিল্লা বোর্ডে ২ হাজার ৩৭৫ জন, বরিশাল বোর্ডে ১ হাজার ২০১ জন ও সিলেট বোর্ডে ১ হজার ৯৪ জন জিপিএ-৫ পেয়েছেন।

এবার এসএসসি ও সমমানের পরীক্ষায় মোট ৪৭ হাজার ২৮৬ জন জিপিএ-৫ পেয়েছেন। এর মধ্যে আট বোর্ডে জিপিএ-৫ পেয়েছেন ৪১ হাজার ৮০৭, মাদরাসা বোর্ডে ২ হাজার ২৪৩ জন ও কারিগরি বোর্ডে ৩ হাজার ২৩৬ জন।