জীবন বাজি রেখে দেশের সংকট মোকাবিলা করছে সোয়াট ও সিটিটিসি ইউনিটের সদস্যরা

নিজস্ব প্রতিবেদক : রোববার ডিএমপি মিডিয়া সেন্টারের এক কর্মশালায় তিনি এ কথা বলেন। তিনি শক্তি ও সাহস নিয়ে পুলিশকে সামনের দিকে এগিয়ে যেতে বলেছেন।

ঢাকা মেট্রোপলিটন পুলিশ কমিশনার (ডিএমপি) মো. আছাদুজ্জামান মিয়া বলেছেন, ‘জীবন বাজি রেখে দেশের সংকট মোকাবিলা করছে সোয়াট ও সিটিটিসি ইউনিটের সদস্যরা।’

কমিশনার বলেন, ‘সোয়াট শুধু পুলিশের নয়, জাতির বীর। আর অত্যন্ত পেশাদারিত্বের সঙ্গে দেশপ্রেমে উদ্বুদ্ধ হয়ে দিনরাত জঙ্গিদের বিরুদ্ধে কাজ করছে কাউন্টার টেররিজম ইউনিটের (সিটিটিসি) সদস্যরা। সোয়াট ও সিটিটিসি ইউনিটের সদস্যরা জঙ্গিবাদ দমন ছাড়াও জাতীয় বিভিন্ন সংকটে একসঙ্গে কাজ করে যাচ্ছে। একইসঙ্গে সাংবিধানিক ও আইনি দায়িত্ব কঠোরভাবে পালন করতে হবে।’

এর আগে তিনি ৩৪ দিনের প্রশিক্ষণে অংশ নেওয়া প্রশিক্ষণার্থীদের হাতে সনদ তুলে দেন। এ সময় অতিরিক্ত পুলিশ কমিশনার (প্রশাসন) মো. শাহাব উদ্দিন কোরেশী, অতিরিক্ত পুলিশ কমিশনার (সিটিটিসি) মো. মনিরুল ইসলামসহ পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।