জুতার ভেতর থেকে সাতটি সোনার বারসহ এক যাত্রীকে আটক

নিজস্ব প্রতিবেদক : জুতার ভেতর থেকে সাতটি সোনার বারসহ এক যাত্রীকে আটক করেছে শুল্ক গোয়েন্দা।

বুধবার সকালে বেনাপোল স্থলবন্দর দিয়ে ভারত যাওয়ার সময় জুতার ভেতর থেকে ওই সোনা জব্দ করা হয়। আটক সোনার পরিমাণ ৭২৫ গ্রাম। এর মূল্য প্রায় ৩৫ লাখ টাকা।

শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তরের মহাপরিচালক ড. মইনুল খান রাইজিংবিডিকে এ তথ্য জানিয়েছেন।

শুল্ক গোয়েন্দা জানায়, বেনাপোল বন্দরের কাস্টমস ও ইমিগ্রেশন অতিক্রমের পর গোপন সংবাদের ওপর ভিত্তি করে এই যাত্রীকে শনাক্ত ও তল্লাশি করে শুল্ক গোয়েন্দা। জব্দকৃত সোনা যাত্রীর জুতার তলায় বিশেষভাবে লুকায়িত ছিল। যাত্রীকে আটক করে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। জিজ্ঞাসাবাদ শেষে আইনি ব্যবস্থা নেওয়া হবে।