জুনের মধ্যে সিসি ক্যামেরার আওতায় ডিএসসিসি

জাতীয় : নগরবাসীর নিরাপত্তা দিতে চলতি বছরের শুরুতে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) ৫৭টি ওয়ার্ডের গুরুত্বপূর্ণ এলাকায় ক্লোজ সার্কিট (সিসি ক্যামেরা) বসানোর উদ্যোগ নেওয়া হয়।

সিটি করপোরেশন বলছে, আগামী বছরের মাঝামাঝিতে পুরো ডিএসসিসি সিসি ক্যামেরার আওতায় চলে আসবে। তখন আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ অনেক বেশি সহজ হবে।

ডিএসসিসির সংশ্লিষ্ট বিভাগ সূত্রে জানা গেছে, ইতিমধ্যে নগর ভবন, ২৬ নম্বর ওয়ার্ড, গোলাপ শাহ মাজারসহ বিভিন্ন স্থাপনায় সিসি ক্যামেরা বসানো হয়েছে। বাকি ওয়ার্ডগুলোতে কাজ চলছে। আগামী বছরের জুনের মধ্যে সিসি ক্যামেরা বসানোর কাজ শেষ হওয়ার কথা রয়েছে।

সূত্র জানায়, রাজধানীতে হোসেনি দালানে বোমা হামলা ও বিদেশি নাগরিক খুনের পর বাসিন্দারা নিরাপত্তাহীনতায় চলাফেরা করতেন। এরপর রাজধানীতে নিরাপত্তা বৃদ্ধিসহ সিসি ক্যামেরা বসানোর জন্য মেয়রের কাছে আবেদন করেন একাধিক ব্যক্তি। পাশাপাশি আইনশৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকেও ডিএসসিসিতে সিসি ক্যামেরা বসানোর অনুরোধ জানিয়ে চিঠি দেওয়া হয়। মেয়র সাঈদ খোকন জানুয়ারি মাসে নগর ভবনসহ ডিএসসিসিতে মসজিদ-মন্দিরসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ এলাকায় সিসি ক্যামেরা বসানোর উদ্যোগ নেন।

ইতিমধ্যে নগর ভবন, গোলাপ শাহ মাজার, গুলিস্তান, ফুলবাড়িয়া, নগর ভবনের রাস্তা, নীলক্ষেত, নিউ মার্কেট সামনের সড়ক, আজিমপুর রোড, বটতলা, বি সি দাস স্ট্রিট, লালবাগ রোড, আজিমপুর সরকারি কলোনি, পলাশী সরকারি কলোনি, ঢাকেশ্বরী রোডসহ বিভিন্ন স্থাপনায় সিসি ক্যামেরায় বসানো হয়েছে। এ ছাড়া ভিকারুননিসা নূন স্কুল (আজিমপুর শাখা), ইডেন মহিলা কলেজ, গার্হস্থ্য অর্থনীতি কলেজ, আজিমপুর স্টাফ কোয়ার্টার, আজিমপুর কবরস্থান, ছাপড়া মসজিদ, আজিমপুর গার্লস স্কুল অ্যান্ড কলেজ, রসুলবাগ, ঢাকেশ্বরী মন্দির, ঢাকেশ্বরী সড়ক, ইঞ্জিনিয়ারিং ইউনিভার্সিটি গার্লস স্কুল, লালবাগ সড়কসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে সিসি ক্যামেরা বসানো হয়েছে।

সদরঘাটসহ আশপাশের এলাকা, খিলগাঁও, মতিঝিল, জিগাতলা, ধানমন্ডি, মগবাজার, সেগুনবাগিচা, চকবাজার, বাবুবাজার, কোতোয়ালি, বংশাল, টিকাটুলী, ওয়ারী, উত্তর যাত্রাবাড়ী, ফরিদাবাদ, কামরাঙ্গীরচর এলাকায় সিসি ক্যামেরা বসানোর কাজ চলছে। আগামী মাসের মধ্যে কাজ শেষ হওয়ার কথা রয়েছে। বাকি ওয়ার্ডগুলোতে সিসি ক্যামেরা বসানোর কাজ চলছে। আগামী বছরের জুনের মধ্যে কাজ শেষ হওয়ার কথা রয়েছে।

ডিএসসিসির মেয়র সাঈদ খোকন বলেন, রাজধানীর বিভিন্ন এলাকায় ছিনতাই, খুনসহ বিভিন্ন অপরাধ করে অপরাধীরা চলে যায়। অপরাধীরা বিভিন্ন অপরাধ করে পার পেয়ে যাচ্ছে। ডিএসসিসির বিভিন্ন গুরুত্বপূর্ণ এলাকায় সিসি ক্যামেরা বসানো হলে অপরাধীরা দ্রুত সনাক্ত হবে। পাশাপাশি অপরাধ অনেকাংশে কমে যাবে।

এ বিষয়ে ডিএসসিসির এক কর্মকর্তা বলেন, নগরবাসীর নিরাপত্তার জন্য ডিএসসিসির প্রতিটি ওয়ার্ডের গুরুত্বপূর্ণ স্থান ও ১০ আঞ্চলিক অফিসে সিসি ক্যামেরা বসানোর উদ্যোগ নেওয়া হয়েছে।

তিনি বলেন, ডিএসসিসির বিভিন্ন এলাকায় সিসি ক্যামেরা বসানো হলে অপরাধ অনেকাংশে কমে যাবে। এ ছাড়া সেবা নিতে আসা নাগরিকদের ভোগান্তি কমবে।

ডিএসসিসির অপর এক কর্মকর্তা বলেন, গত বছরের আশুরার দিন হোসেনি দালানে বোমা হামলাকারীরা কেউ ধরা পড়েনি। ওই ভবনে সিসি ক্যামেরা থাকলে হামলার ফুটেজ দেখে দুর্বৃত্তদের আটক করা যেত। হোসেনি দালানে হামলার পর কর্তৃপক্ষ সিসি ক্যামেরা বসিয়েছে। এ বছর সিসি ক্যামেরা বসানোর কারণে তাজিয়া মিছিল নিরাপদে সম্পন্ন হয়েছে।

তিনি আরো বলেন, ডিএসসিসির বিভিন্ন এলাকায় সিসি ক্যামেরা বসানো হলে নেটওয়ার্ক সিস্টেম করা হবে। নগর ভবন ও ৫৭ কাউন্সিলর মোবাইল কিংবা কম্পিউটারে দেখতে পারবেন। এ ছাড়া আইনশৃঙ্খলা বাহিনী চাইলেও সিসি ক্যামেরার মাধ্যমে প্রতিটি ওয়ার্ডের গুরুত্বপূর্ণ স্থান মনিটরিং করতে পারবে।