জেএসসি ও জেডিসি পরীক্ষায় পাসের হার ৯৩.৪৬

নিজস্ব প্রতিবেদক : অষ্টম শ্রেণির জুনিয়র স্কুল সার্টিফিকেট (জেএসসি) ও জুনিয়র দাখিল সার্টিফিকেট (জেডিসি) পরীক্ষার ফল প্রকাশ করা হয়েছে। এতে জেএসসি ও জেডিসি পরীক্ষায় পাসের হার ৯৩.৪৬।

জেএসসিতে এবার সবচেয়ে বেশি পাস করেছে রাজশাহী বোর্ডে। বোর্ডটিতে পাসের হার ৯৭.৬৮। গত বছর এ হার ছিল ৯৭.৪৭। পাসের হারের দিক থেকে দ্বিতীয় অবস্থানে আছে বরিশাল বোর্ড। বোর্ডটিতে পাসের হার ৯৭.৩৫। গত বছর এ হার ছিল ৯৭.২৬।

এ ছাড়া যশোর বোর্ডে পাসের হার ৯৫.৩৫ শতাংশ, সিলেট বোর্ডে ৯৩.৩৭ শতাংশ, দিনাজপুর বোর্ডে ৯২.৯৯ শতাংশ, চট্টগ্রামে ৯১.৭৫ শতাংশ, ঢাকা বোর্ডে ৯১.৩৬ শতাংশ ও কুমিল্লা বোর্ডে ৮৯.৬৮ শতাংশ পরীক্ষার্থী পাস করেছে।

বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টায় শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ গণভবনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতে পরীক্ষার ফলাফলের অনুলিপি তুলে দেন। এ ছাড়া দুপুর ১২টায় মন্ত্রণালয়ের সভাকক্ষে সংবাদ সম্মেলনে ফলাফলের তথ্য তুলে ধরেন।