জেএসসি-জেডিসি পরীক্ষার প্রস্তুতি সম্পন্ন

সচিবালয় প্রতিবেদক :
আসন্ন জুনিয়র স্কুল সার্টিফিকেট (জেএসসি) ও জুনিয়র দাখিল সার্টিফিকেট ( জেডিসি) পরীক্ষা-২০১৬ গ্রহণের সব প্রস্তুতি সম্পন্ন হয়েছে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ।

বুধবার শিক্ষা মন্ত্রণালয়ের সভাকক্ষে পরীক্ষার প্রস্তুতি নিয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে মন্ত্রী এসব কথা জানান।

পরীক্ষায় সম্ভাব্য প্রশ্ন ফাঁসকারীদের তালিকা আইনশৃঙ্খলা রক্ষকারী বাহিনী করে ফেলেছে বলেও জানিয়েছেন শিক্ষামন্ত্রী।

তিনি বলেন, ‘যারা এগুলোর সঙ্গে (প্রশ্ন ফাঁস) কোনো না কোনোভাবে সম্পৃক্ত হতে পারে, হয়েছে বা হওয়ার সম্ভাবনা আছে, তাদের সকলের তালিকা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিন করে ফেলেছে। সকলের উপর (প্রশ্ন ফাঁস চক্র) তাদের নজরদারি রয়েছে। কঠোরভাবে নজরদারি করা হয়েছে। কেউ ছাড়া পাবে না।’

শিক্ষামন্ত্রী বলেন, ‘এবার শেষ সময়ে এসে একটি আশঙ্কা সৃষ্টি হয়েছিল পরীক্ষা গ্রহণ নিয়ে। কিন্তু শিক্ষা মন্ত্রণালয় দক্ষতার সঙ্গে সবকিছু ঠিক করেছে।’

তিনি বলেন, ‘এবারও প্রশ্নপত্র ফাঁসসহ বিভিন্ন অপ্রীতিকর ঘটনা মোকাবেলায় মন্ত্রণালয় সচেষ্ট থাকবে। পাশাপাশি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর এ বিষয়ে অবগত করা হয়েছে। আমরা আশা করছি একটি সুন্দর পরিবেশে পরীক্ষা অনুষ্ঠিত হবে।’

মন্ত্রী বলেন, ‘পরীক্ষা শুরুর আগ মুহুর্তে পরীক্ষাকেন্দ্রে প্রশ্নপত্র ফাঁস না হয়, সে ব্যাপারে দৃঢ় পদক্ষেপ নেওয়ার জন্য সভাপতি, আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটি ও চেয়ারম্যান, মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড, ঢাকা ও জেলা প্রশাসন এবং পুলিশ প্রশাসন কার্যকর ভূমিকা পালন করবে।’

তিনি বলেন, ‘১ নভেম্বর থেকে ১৭ নভেম্বর পর্যন্ত জেএসসি-জেডিসি পরীক্ষা নেওয়া হবে। পরীক্ষার অন্য বিষয়গুলো আগের মতোই রাখা হয়েছে।’

জেএসসির সূচি : ১ নভেম্বর বাংলা প্রথমপত্র, ২ নভেম্বর বাংলা দ্বিতীয়পত্র, ৩ নভেম্বর ইংরেজি প্রথমপত্র, ৬ নভেম্বর ইংরেজি দ্বিতীয়পত্র, ৭ নভেম্বর ইসলাম ও নৈতিক শিক্ষা, হিন্দুধর্ম ও নৈতিক শিক্ষা, বৌদ্ধধর্ম ও নৈতিক শিক্ষা, খ্রিস্টধর্ম ও নৈতিক শিক্ষা।

৮ নভেম্বর তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, ৯ নভেম্বর বাংলাদেশ ও বিশ্ব পরিচয়, ১০ নভেম্বর শারীরিক শিক্ষা ও স্বাস্থ্য, ১৩ নভেম্বর গণিত, ১৪ নভেম্বর কর্ম ও জীবনমুখী শিক্ষা।

আর ১৫ নভেম্বর বিজ্ঞান, ১৬ নভেম্বর চারু ও কারুকলা, ১৭ নভেম্বর কৃষি শিক্ষা, গার্হস্থ বিজ্ঞান, আরবি, সংস্কৃত, পালি বিষয়ের পরীক্ষা হবে।

জেডিসির সূচি : ১ নভেম্বর কুরআন মাজীদ ও তাজবিদ, ২ নভেম্বর আকাইদ ও ফিকহ, ৩ নভেম্বর তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, বিজ্ঞান এবং তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (শুধু অনিয়মিত)।

৬ নভেম্বর ইংরেজি প্রথম পত্র, ৭ নভেম্বর ইংরেজি দ্বিতীয় পত্র, ৮ নভেম্বর বাংলা প্রথমপত্র, ৯ নভেম্বর বাংলা দ্বিতীয়পত্র, ১০ নভেম্বর কর্ম ও জীবনমুখী শিক্ষা, শারীরিক শিক্ষা ও স্বাস্থ্য।

১২ নভেম্বর গণিত, ১৩ নভেম্বর আরবি প্রথমপত্র, ১৪ নভেম্বর আরবি দ্বিতীয়পত্র, ১৫ নভেম্বর সামাজিক বিজ্ঞান (শুধু অনিয়মিত), বাংলাদেশ ও বিশ্ব পরিচয়, ১৬ নভেম্বর বিজ্ঞান, ১৭ নভেম্বর কৃষি শিক্ষা, গার্হস্থ অর্থনীতি (শুধু অনিয়মিত) এবং গার্হস্থ বিজ্ঞান বিষয়ের পরীক্ষা হবে।