জেনে নিন কোয়াডরুটারের কবলে কী কী ফোন

সম্প্রতি অ্যানড্রয়েড অপারেটিং সিস্টেমের চারটি ত্রুটিকে একত্রে ডাকা হচ্ছে কোয়াডরুটার নামে। এই ত্রুটির কারণে যে কোনও মুহূর্তে হ্যাক হতে পারে ফোন। ‘চেক পয়েন্ট’ নামক এক স্মার্টফোন সিকিউরিটি সংস্থা জানিয়েছে, এই মুহূর্তে ৯০ কোটি অ্যানড্রয়েড স্মার্টফোন রয়েছে বিপদতালিকায়। অর্থাৎ এই সংখ্যক ফোনেরই হ্যাক হওয়ার আশঙ্কা  রয়েছে।

মূলত এই সমস্যাটি দেখা দিচ্ছে কোয়ালকম চিপসেট রয়েছে এমন স্মার্টফোনগুলিতে। জানা গিয়েছে ১৬টি স্মার্টফোন মডেলের কথা যেগুলি ইতিমধ্যেই আক্রান্ত। তালিকাটি প্রকাশ করেছে মোবাইল সিকিউরিটি গবেষণা সংস্থা ‘চেক পয়েন্ট’—

১. চিনা কোম্পানি ‘ওয়ান প্লাস’-এর ওয়ান প্লাস ১, ওয়ান প্লাস ২ এবং ওয়ান প্লাস ৩

২. এই বছরই লঞ্চ হয়েছে স্যামসাং গ্যালাক্সি এস৭ এবং এস৭ এজ। কিন্তু ইতিমধ্যেই আক্রান্ত বিদেশের সেটগুলি। ভারতের বাজারে স্যামসাংয়ের যে সেটগুলি পাওয়া যায় সেগুলিতে কোয়ালকম চিপসেটের বদলে রয়েছে এক্সিনোস ৮৮৯০ চিপসেট।

৩. তালিকায় রয়েছে ৩টি গুগল নেক্সাস ফোন— নেক্সাস ৬, নেক্সাস ৫এক্স এবং নেক্সাস ৬পি।

৪. এইচটিসি-র যে কোনও ফোন, বিশেষ করে সদ্য লঞ্চ হওয়া এইচটিসি ১০।

৫. এলজি জি৪, এলজি জি৫ এবং এলজি ভি১০। প্রথম দু’টি ভারতের বাজারে লঞ্চ হয়েছে।

৬. সোনি এক্সপিরিয়া জেড আলট্রাও রয়েছে ‘চেক পয়েন্টে’র তালিকায়।

৭. আক্রান্ত ব্ল্যাকবেরির প্রথম অ্যানড্রয়েড ফোন ব্ল্যাকবেরি প্রিভ-ও।

৮. সবচেয়ে সুরক্ষিত অ্যানড্রয়েড ফোন বলে খ্যাত ব্ল্যাকফোন ১ এবং ব্ল্যাকফোন ২-ও রয়েছে তালিকায়।