জেরুজালেমকে রাজধানী ঘোষণায় ওয়ার্কার্স পার্টির ক্ষোভ

নিজস্ব প্রতিবেদক : যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ট্রাম্প কর্তৃক জেরুজালেমকে ইসরায়েলের রাজধানী ঘোষণা ‘হটকারী’ ও ‘উদ্দেশ্যপ্রণোদিত’ বলে আখ্যায়িত করে তীব্র নিন্দা ও ক্ষোভ প্রকাশ করেছে বাংলাদেশের ওয়ার্কার্স পার্টি।

ওয়ার্কার্স পার্টির সভাপতি কমরেড রাশেদ খান মেনন ও সাধারণ সম্পাদক কমরেড ফজলে হোসেন বাদশা এই নিন্দা ও ক্ষোভ প্রকাশ করেন।

শুক্রবার এক বিবৃতিতে তারা বলেন, ‘বিশ্ব জনমতকে উপেক্ষা করে একতরফাভাবে জেরুজালেমকে ইসরায়েলের রাজধানী ঘোষণা কূটনৈতিক শিষ্টাচার বহিঃর্ভূত কাজ। যুক্তরাষ্ট্রের এই একতরফা সিদ্ধান্তকে ঘৃণাভরে প্রত্যাখ্যান করে ওয়ার্কার্স পার্টি। দলটি দৃঢ়ভাবে মনে করে জেরুজালেম পূর্বাপর ফিলিস্তিন রাষ্ট্র ও জনগণের সার্বভৌম অংশ এবং রাজধানী। এটা জোর করে কাউকে দিয়ে দেওয়ার অধিকার কারো নেই।’

বিবৃতিতে নেতৃবৃন্দ বলেন, ‘ট্রাম্পের এই ঘোষণা বিশ্বব্যাপী অস্থিরতা তৈরির অপতৎপরতার অংশ।’