জেরুজালেম হলো ফিলিস্তিনিদের হৃদপিণ্ডঃ মাহমুদ আব্বাস

আন্তর্জাতিক ডেস্কঃ পবিত্র নগরী জেরুজালেমে দখলদারিত্বের অবসান না হওয়া পর্যন্ত ফিলিস্তিন সংকটের সমাধান হবে না বলে হুঁশিয়ারি দিয়েছেন ফিলিস্তিনের প্রেসিডেন্ট মাহমুদ আব্বাস। তিনি বলেন, যতোই হামলা-নিপীড়ন চলুক, ফিলিস্তিনিরা নিজেদের ভূখণ্ড ছেড়ে যাবে না।

মাহমুদ আব্বাস বলেন, জেরুজালেম হলো ফিলিস্তিনিদের হৃদপিণ্ড। এ শহরের মুক্তি ছাড়া কোনো শান্তি প্রক্রিয়াই কার্যকর হবে না। আমি যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের উদ্দেশে বলবো, যথেষ্ট হয়েছে। এবার এখান থেকে বিদায় হন।

তিনি আরও বলেন, যতো কিছুই হোক, আমরা জন্মভূমি ছেড়ে কোথাও যাবো না। তাই অনতিবিলম্বে দখলদারিত্বের অবসান ঘটান।