জেলার দুর্গাপুরে আজ শনিবার থেকে শুরু

নেত্রকোনা প্রতিনিধি : জেলার দুর্গাপুরে আজ শনিবার থেকে শুরু হয়েছে সাত দিনব্যাপী কমরেড মণি সিংহ মেলা।

বেলা ১২টায় উপজেলা সদরে টঙ্ক স্মৃতিস্তম্ভ চত্বরে মেলার উদ্বোধন করেন স্থানীয় সংসদ সদস্য ছবি বিশ্বাস।

উদ্বোধন শেষে মেলা প্রাঙ্গণ থেকে শোভাযাত্রা বের হয়। শোভাযাত্রাটি দুর্গাপুর উপজেলা সদরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।

বৃটিশবিরোধী সংগ্রামী, টঙ্ক আন্দোলনের মহানায়ক, মুক্তিযুদ্ধকালীন প্রবাসী সরকারের উপদেষ্টা, বাংলাদেশের কমিউনিস্ট পার্টির প্রতিষ্ঠাতা সভাপতি কমরেড মণি সিংহ স্মরণে ১৯৯১ সাল থেকে এই মেলা হয়ে আসছে।

প্রতিবারের মত এবারও টঙ্ক স্মৃতিস্তম্ভ প্রাঙ্গণে এই প্রয়াত নেতার স্মরণে প্রতি শ্রদ্ধা নিবেদন করেন বিভিন্ন রাজনৈতিক নেতা, সংস্কৃতিকর্মী ও এলাকার বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।

মেলা চত্বরে জেলা ছাড়াও দেশের বিভিন্ন স্থান থেকে হস্তশিল্প, বাঁশবেত, শিশুদের খেলনা, ফার্নিচারের দোকান, খাবার হোটেলসহ বিভিন্ন রকমারি পণ্যের ৫ শতাধিক স্টল বসানো হয়েছে।