জেলায় জেলায় পৌঁছেছে করোনা টিকার দ্বিতীয় ডোজ

করোনা টিকার দ্বিতীয় ডোজ পৌঁছে গেছে বরিশাল, টাঙ্গাইল ও চুয়াডাঙ্গাসহ দেশের বিভিন্ন জেলায়।

বৃহস্পতিবার (৮ এপ্রিল) থেকে যারা প্রথম নিয়েছিলেন সিদ্ধান্ত অনুযায়ী ৮ সপ্তাহ পূরণ সাপেক্ষে এস.এম.এস এর ভিত্তিতে করোনার দ্বিতীয় ডোজ দেয়া হবে।

বরিশালের ৪ জেলার জন্য করোনার দ্বিতীয় ডোজের টিকা বুধবার (৭ এপ্রিল) সকালে বরিশাল সিভিল সার্জন কার্যালয়ে পৌঁছে দেয়া হয়।

এরপর ফ্রিজার ভ্যান থেকে নামিয়ে বরিশালে জন্য ৫১ হাজার, ঝালকাঠির জন্য ১৮ হাজার, পটুয়াখালীর জন্য ৩০ হাজার এবং বরগুনার জন্য ২১ হাজার টিকা আলাদা করে সংরক্ষণের ব্যবস্থা করে জেলা স্বাস্থ্য বিভাগ।

টাঙ্গাইলে করোনা ভাইরাসের দ্বিতীয় ডোজের ৬৬ হাজার টিকা পৌঁছে দেয়া হয়েছে। এ সময় পুলিশ, জেলা প্রশাসনের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

পরে এই টিকা স্বাস্থ্য বিভাগের তত্ত্বাবধানে জেলার প্রতিটি উপজেলা পৌঁছে দেয়া হয়।

ঝিনাইদহসহ দেশের বিভিন্ন জেলার সিভিল সার্জন অফিসে পৌঁছে দেয়া হয়েছে করোনার টিকার দ্বিতীয় ডোজ।