জেলা, থানা, ইউনিয়ন পর্যায়ে ঋণের পরিমাণ বাড়াতে চান

অর্থনৈতিক প্রতিবেদক : জেলা, থানা, ইউনিয়ন পর্যায়ে ঋণের পরিমাণ বাড়াতে চান বলে জানিয়েছেন রূপালী ব্যাংকের ম্যানেজিং ডিরেক্টর অ্যান্ড সিইও মো. আতাউর রহমান প্রধান।

বুধবার রাজধানীর মতিঝিলে রূপালী ব্যাংকের প্রধান কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে বিশেষ এক পরিচিতি সভায় এ কথা বলেন তিনি।

আতাউর রহমান বলেন, ‘আমরা চাচ্ছি ঋণের পরিধি বাড়াতে। তাই ঢাকায় শুধু কোনো এক ব্যক্তিকে বড় ঋণ না দিয়ে জেলা, উপজেলা, থানা, ইউনিয়ন পর্যায়ে ক্ষুদ্র ক্ষুদ্র ব্যবসায়ীদের ঋণ প্রদান করতে চাই। এ ছাড়াও আমরা এবার কৃষি ঋণের জন্য প্রায় ২০০ কোটি টাকা বরাদ্দ রেখেছি।’

গ্রাম পর্যায়ে কী পরিমাণ ঋণের বরাদ্দ রাখা হয়েছে, সে বিষয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘আমরা গ্রামে কি পরিমাণ ঋণ বরাদ্দ রেখেছি তা সঠিকভাবে নির্ধারণ করা হয়নি। তবে আনুমানিক মোট ঋণ বিতরণের ৭০ শতাংশ বলা যেতে পারে। আর এ জন্য আমি ইতিমধ্যে দেশের ৫৪০ জন ব্রাঞ্চ ম্যানেজারের সঙ্গে সরাসরি কথা বলেছি এবং তাদের নির্দেশ দেওয়া হয়েছে জেলা শহরগুলোতে ঋণ প্রবাহ বাড়ানোর জন্য।’

বর্তমানে ব্যাংকের সঠিক অবস্থান চিহ্নিত করার চেষ্টা চলছে জানিয়ে আতাউর রহমান বলেন, ‘ব্যাংকের সঠিক অবস্থান চিহ্নিত করার জন্য আমাদের আগে ঋণের অবস্থা জানতে হবে। ঋণ দেওয়ার পরিমাণ, খেলাপির পরিমাণ সব কিছু জেনে ব্যাংকের অবস্থা নির্ধারণ করতে হবে। আমরা এখন সে কাজটিই করছি। যারা ঋণের অর্থ ঠিকভাবে পরিশোধ করেনি বা করছে না, ইতিমধ্যে এমন ৩৭ জন ঋণ খেলাপিকে আমরা লিগ্যাল নোটিশ পাঠিয়েছি। এ ছাড়া আরো যারা ঋণ খেলাপি আছে তাদের কাছ থেকে টাকা আদায়ের জন্য আইনিভাবে যা যা করণীয় আমরা সে ব্যবস্থা গ্রহণ করব।’

নিরাপত্তার জন্য সাইবার সিকিউরিটি ব্যবস্থা শক্তিশালী করাসহ গত জুন থেকে ব্যাংকে ক্লাসিফাইড লোনের পরিমাণ বেড়েছে বলেও জানান তিনি।