জেলা পরিষদ নির্বাচন গণতান্ত্রিক প্রক্রিয়াকে শক্তিশালী করবে

নিজস্ব প্রতিবেদক : জেলা পরিষদ নির্বাচন গণতান্ত্রিক প্রক্রিয়াকে শক্তিশালী করবে বলে মন্তব্য করেছেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) মেযর সাঈদ খোকন।

বুধবার দুপুরে রাজধানীর আজিমপুর গভর্মেন্ট গার্লস স্কুল অ্যান্ড কলেজে ভোট দিয়ে বেরিয়ে এসে সাংবাদিকদের কাছে এ মন্তব্য করেন।

তিনি বলেন, ‘স্বাধীনতার পর বাংলাদেশে এই প্রথম ঢাকাসহ ৬১ জেলায় জনগণ পেতে যাচ্ছে তাদের জনপ্রতিনিধি। প্রতিটি জেলায় একজন চেয়ারম্যান, ১৫ সদস্য এবং পাঁচ নারী সদস্যের সমন্বয়ে গঠিত জেলা পরিষদ গঠিত হবে। তারা এলাকাবাসীর সুখে-দুখে পাশে থাকবেন। এ ছাড়া এলাকার উন্নয়নে বিশেষ  ভূমিকা রাখবেন।’

তিনি আরো বলেন, ‘জেলা পরিষদ নির্বাচন সম্পূর্ণ ব্যতিক্রমী একটি পদ্ধতি। স্থানীয় পর্যায়ের বিভিন্ন জনপ্রতিনিধিরা এই নির্বাচনে ভোটার হিসেবে প্রতিনিধি নির্বাচনে মুখ্য ভূমিকা পালন করছেন। স্থানীয় প্রতিনিধিরা যাকে যোগ্য মনে করছেন তাকেই ভোট দিয়ে জয়ী করবেন। এর মাধ্যমে গণতান্ত্রিক প্রক্রিয়া আরো এগিয়ে যাবে।’