জোয়ারের সময় আঘাত হানতে পারে ঘূর্ণিঝড়

জ্যেষ্ঠ প্রতিবেদকঃ পূর্ব-মধ্য বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় অবস্থানরত লঘুচাপটি একই এলাকায় ঘনীভূত হয়ে সুস্পষ্ট লঘুচাপে পরিণত হয়েছে।

শনিবার (২২ মে) দিবাগত মধ্যরাতে বিশেষ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানিয়েছে আবহাওয়া অধিদফতরের ঝড় সতর্কীকরণ কেন্দ্র। তারা বলেছে, এটি ঘনীভূত হয়ে নিম্নচাপ এবং পরবর্তীতে গভীর নিম্নচাপ ও ঘূর্ণিঝড়ে পরিণত হতে পারে।

উপকূলীয় বাসিন্দা ও পানি উন্নয়ন বোর্ডের মতে, নদীতে ভাটার সময় দুর্যোগটি আঘাত হানলে জলোচ্ছ্বাস না হলে বাঁধ ভাঙার সম্ভাবনা কম। তবে আবহাওয়া অধিদফতর বলছে, জোয়ারের সময় ঘূর্ণিঝড়টির আঘাত হানার সম্ভাবনা রয়েছে।

সাতক্ষীরা পানি উন্নয়ন বোর্ড-১ এর তথ্য অনুযায়ী, সাতক্ষীরা সদর, দেবহাটা, কালীগঞ্জ ও শ্যামনগর উপজেলায় রয়েছে ৩৮০ কিলোমিটার উপকূল রক্ষা বেড়িবাঁধ। এসব এলাকার মধ্যে শ্যামনগরের গাবুরা, দূর্গাবাটিসহ ২৯টি পয়েন্টে ঝুঁকিপূর্ণ বেড়িবাঁধ রয়েছে দেড় কিলোমিটার। আম্ফানে ভেঙে যাওয়া বাঁধের সংস্কার কাজও রয়েছে চলমান।

সাতক্ষীরা পানি উন্নয়ন বোর্ড-২ এর তথ্য মতে, আশাশুনি, সাতক্ষীরা সদর ও তালা উপজেলার মধ্যে বেড়িবাঁধ রয়েছে ৩০৩ কিলোমিটার। এর মধ্যে আশাশুনি উপজেলার বলাবাড়িয়া, কোলা, নাসিমাবাদ, ইয়ানগাতি, মানিকখালিসহ ১৬টি পয়েন্টে ৫.২৯২ কিলোমিটার উপকূল রক্ষা বেড়িবাঁধ ঝুঁকিপূর্ণ রয়েছে।

উপকূলীয় অঞ্চল সাতক্ষীরার শ্যামনগর উপজেলার গাবুরা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জিএম মাসুদুল আলম জানান, ইউনিয়নের মধ্যে লেবুগুনিয়া, নাপিতখালি, চকবারা, কালিবাড়ি ও গাবুরা এ পাঁচটি পয়েন্টে ৩-৪ কিলোমিটার বাঁধ ঝুঁকিপূর্ণ রয়েছে। ঝড়ের সঙ্গে জলোচ্ছ্বাস আঘাত হানলে এগুলো বিলীন হয়ে যাবে। শুধু ঝড় হলে বাঁধের কোনো ক্ষতি হবে না। ইউনিয়নের মানুষদের আশ্রয়কেন্দ্রে নিতে প্রচার-প্রচারণা শুরু করেছি।

শ্যামনগর উপজেলার উপকূলীয় বুড়িগোয়ালিনী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ভবতোষ কুমার মন্ডল বলেন, পশ্চিম দূর্গাবাটি এলাকার তিনটি পয়েন্ট, পূর্ব দূর্গাবাটির দুটি পয়েন্ট, দাতিনাখালী এলাকার দুটি ও কলবাড়ি ও চুনা এলাকায় উপকূল রক্ষা বেড়িবাঁধ ঝুঁকিপূর্ণ রয়েছে। এসব এলাকায় জলোচ্ছ্বাস আঘাত হানলে বাঁধ ভেঙে লোকালয় প্লাবিত হবে। ইউনিয়নের মধ্যে সবমিলে ১০-১২ কিলোমিটার বাঁধ ঝুঁকিপূর্ণ রয়েছে।

আশাশুনি উপজেলার উপকূলীয় প্রতাপনগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জাকির হোসেন জানান, আম্ফানে ভেঙে যাওয়া বাঁধগুলো সংস্কার হলেও সংযোগ রাস্তাগুলো হয়নি। তাছাড়া ইউনিয়নের পাঁচটি পয়েন্ট রয়েছে ঝুঁকিপূর্ণ। ঝড়ের সঙ্গে নদীর পানি বৃদ্ধি পেলে এসব এলাকাগুলো ভেঙে যাবে।

এদিকে আবারও ঝড় আসছে শুনেই আতঙ্ক বিরাজ করছে উপকূলীয় মানুষের মনে। সরকার চাইছে, এ ঝড়ে যেন একজন মানুষেরও মৃত্যু না হয়। ইতোমধ্যে সে লক্ষ্যে কাজ শুরু করছে মাঠ পর্যায়ের প্রশাসন।

উপকূলীয় সর্বশেষ দ্বীপ ইউনিয়ন গাবুরা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জিএম মাসুদুল আলম বলেন, ইউনিয়নটি চারপাশে নদী দ্বারা বেষ্টিত। ইতোমধ্যে উপজেলা নির্বাহী কর্মকর্তা জুম মিটিংয়ের মাধ্যমে নির্দেশনা দিয়েছেন, একজন মানুষকেও এলাকায় রাখা যাবে না। সবাইকে নদী পার করে শ্যামনগর সদরে নিতে হবে। তবে এটা খুব কঠিন কাজ। সহায়-সম্বল, ঘরবাড়ি ফেলে মানুষ যেতে চায় না। আম্ফানের সময় চেষ্টা করেও আমরা ব্যর্থ হয়েছি।
শ্যামনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা আ.ন.ম আবুজর গিফারী বলেন, ঘূর্ণিঝড় ইয়াস মোকাবিলায় সব ধরনের প্রস্তুতি নেওয়া হচ্ছে। ইতোমধ্যে ইউপি চেয়ারম্যানদের নির্দেশনা দেওয়া হয়েছে। তাছাড়া ফায়ার সার্ভিস, স্বাস্থ্য বিভাগ, পুলিশ প্রশাসন, স্বেচ্ছাসেবকদের প্রস্তুত থাকতে বলা হয়েছে। ঘূর্ণিঝড়টিতে যেন কোন প্রাণহানির ঘটনা না ঘটে সে লক্ষ্যে সব ধরনের চেষ্টা ও প্রস্তুতি থাকবে।

সাতক্ষীরা পানি উন্নয়ন বোর্ড-১ এর নির্বাহী প্রকৌশলী আবুল খায়ের বলেন, শ্যামনগর উপজেলায় ২৯টি পয়েন্টে দেড় কিলোমিটার উপকূল রক্ষা বাঁধ ঝুঁকিপূর্ণ রয়েছে। তবে আম্ফান ঝড়ের গতিবেগে উপকূলে আঘাত হানলে বাঁধের কোন ক্ষতি হবে না। তবে জলোচ্ছ্বাসহ ঝড়ের গতিবেগ বেশি হলে ভাঙার সম্ভাবনা রয়েছে।

সাতক্ষীরা পানি উন্নয়ন বোর্ড-১ এর নির্বাহী প্রকৌশলী রাশেদুর রহমান বলেন, আমার এলাকার মধ্যে ১৬টি পয়েন্টে ৫.২৯২ কিলোমিটার উপকূল রক্ষা বাঁধ ঝুঁকিপূর্ণ রয়েছে। নদীর পানির আঘাত তীব্র হলে বাঁধ ভাঙার সম্ভাবনা রয়েছে। বাঁধ ভাঙার বিষয়টি কখন ঝড়টি শুরু হচ্ছে এর ওপর অনেকটা নির্ভর করে। যদি নদীতে জোয়ারের সময় ঝড় শুরু হয় তবে ভাঙার সম্ভাবনা বেশি থাকে। ভাটার সময় ঝড় হলে ভাঙবে না।

সাতক্ষীরা আবহাওয়া অধিদফতরের ভারপ্রাপ্ত কর্মকর্তা জুলফিকার আলী জানান, বঙ্গোপসাগরে লঘুচাপটি তৈরি হয়েছে। রোববার (২৩ মে) বিকেল থেকে বঙ্গোপসাগরে নিম্নচাপ শুরু হবে। সোমবার (২৪ মে) এটি ঘূর্ণিঝড়ে রূপ নেবে। মঙ্গলবার (২৫ মে) থেকে উপকূলীয় এলাকায় এর প্রভাব পড়তে শুরু করবে। মেঘ চলে আসবে, বৃষ্টি শুরু হওয়ার সম্ভাবনা রয়েছে। ঘূর্ণিঝড়টি শুরু হওয়ার পর এর গতিবেগ সম্পর্কে জানা যাবে। বুধবার (২৬ মে) উপকূলে আঘাত হানার সম্ভাবনা রয়েছে। নদীতে জোয়ারের সময় ঘূর্ণিঝড়টি আঘাত হানবে এখন পর্যন্ত এমন সম্ভাবনা রয়েছে।