ঝালকাঠিতে তাবলিগ জামাতের ২০ সদস্যকে চেতনানাশক ঔষধ খাওয়ানো হয়েছে

মোঃ রফিকুল ইসলাম, ঠাকুরগাঁও জেলা প্রতিনিধিঃ ঘটনাটি ঘটেছে বরিশালের ঝালকাঠিতে ঝালকাঠি উপজেলা জামে মসজিদে ঠাকুরগাঁও হতে একটি সদস্যের তাবলীগ জামাত তাবলিগের আমির মহাম্মদ বদ্রুজ্জামান কামালের তত্ত্বাবধানে ঝালকাঠি উপজেলা কেন্দ্রীয় জামে মসজিদে তাবলীগ জামাত হিসেবে অবস্থান করছিলেন।
গত ১৩ই মার্চ মাগরিবের জামাতে নামাজ আদায় করে কিছুক্ষণ তালিম করেন তাবলীগ জামাতের আমীর বদরুজ্জামান কামালের তালিম শেষে এশার নামাজ শেষ করেন ,মসজিদের বারান্দায় রাখা খাবার রাতের খাবার হিসেবে একসাথে সবাই মিলে খাওয়া করেন। খাওয়া দাওয়ার পরে যে যার মত শুয়ে পড়েন। রাতের এক পর্যায়ে ২০ সদস্যের মধ্যে সকলেই একসাথে অসুস্থ বোধ করলে, স্থানীয় লোকজন ও উক্ত মসজিদের মুয়াজ্জিন সহ ,চিকিৎসার সকলকে ঝালকাঠি সদর হাসপাতালে নিয়ে যান ।২০ সদস্যের মধ্যে১৪ জনের অবস্থা আশংকাজনক ভাবে অসুস্থ রয়েছেন এবং ৬ জন মোটামুটি সুস্থ রয়েছেন। উক্ত আমিরের তত্ত্বাবধানে ঠাকুরগাঁও এর তাবলীগ জামাতে ক্রাইম পেট্রোল বিডি থাকুরগাওন জেলা প্রতিনিধি জনাব মোঃ রফিকুল ইসলাম অংশগ্রহণ করে তাবলীগে জামাতের সদস্য হিসেবে ছিলেন।
তাবলীগ জামাতের উপরে মসজিদের ভিতরে, এইরকম কার্যক্রমের কারণে উক্ত জামাতের সদস্যদের মধ্যে বিপদজনক আশঙ্কা বিরাজ করছে। এ বিষয়ে ঝালকাঠি থানা জানানো হলে ঝালকাঠি থানার এএসআই আনসারুল হক সরেজমিন তদন্ত করে প্রাথমিকভাবে ধারনা করেন, ছিনতাইকারী চক্রের কোন সদস্য বারান্দায় রাখা খাবারের সাথে চেতনানাশক ঔষধ মেশাতে পারে।
ঝালকাঠি উপজেলার ইউএনও কে বিষয়টি জানানো হয়েছে।