ঝালকাঠিতে তেলবাহী জাহাজে বিস্ফোরণ, সুকানি নিহত

ঝালকাঠির সুগন্ধা নদীতে একটি তেলবাহী জাহাজে বিস্ফোরণে সুকানি নিহত হয়েছেন। এ সময় দগ্ধ হয়েছেন আরও ৭ জন।

শুক্রবার (১২ নভেম্বর) সকালে ঝালকাঠি শহরের পৌর খেয়াঘাট এলাকায় সুগন্ধা নদীতে নোঙর করে রাখা জাহাজটিতে বিস্ফোরণের ঘটনা ঘটে।

ঝালকাঠি ফায়ার সার্ভিসের স্টেশন লিডার মো. শহিদুল ইসলাম জানান, সকাল সাড়ে ৮টার দিকে জাহাজের পাম্প রুম থেকে অকটেন খালি করার সময় পাইপের মধ্যে বিস্ফোরণ ঘটে।

এরপর স্থানীয় লোকজন ও ফায়ার সার্ভিস গিয়ে আগুণ নিয়ন্ত্রণে আনে এবং আহতদের হাসপাতালে ভর্তি করে।

এ সময় ঝালকাঠি সদর হাসপাতালে জাহাজের সুকানি কামরুল ইসলাম মারা যান। এখন বরিশাল শেবাচিম আশঙ্কাজনক অবস্থায় অনন্ত ৭ জন ভর্তি রয়েছে। জাহাজে নাবিকসহ মোট ১৩ জন স্টাফ ছিলেন। তবে বিস্ফোরণের কারণ এখনও জানা যায়নি।

ঝালকাঠি জেলা প্রশাসক (ডিসি) মো. জোহর আলী ঘটনাস্থল পরিদর্শন করে বলেন, বিস্ফোরণের কারণ সর্ম্পকে এখনও জানা যায়নি। এছাড়া জাহাজে যারা ছিলেন, তারা অধিকাংশই আহত হয়েছেন।

জাহাজ থেকে দ্রুত তেল খালাসের ব্যবস্থা নেওয়ার কথা জানান তিনি।