ঝালকাঠিতে মেয়ের ছুড়ে মারা পিঁড়ির আঘাতে বৃদ্ধ বাবার মৃত্যু

জেলা প্রতিবেদকঃ ঝালকাঠির কাঠালিয়া উপজেলার বাঁশবুনিয়া গ্রামে পারিবারিক কলহের জেরে মেয়ের ছুড়ে মারা পিঁড়ির আঘাতে খিতিশ চন্দ্র শীল (৭০) নামে এক নরসুন্দরের মৃত্যু হয়েছে।

বুধবার (১৩ মে) সুরতহাল শেষে ময়না তদন্তের জন্য নিহতের মরদেহের মর্গে পাঠানো হয়েছে বলে জানিয়েছে থানাপুলিশ।

জানা যায়, মঙ্গলবার (১২ মে) সকালে ছেলে মিলন চন্দ্র শীলকে সেলুনের কাজে যোগ দেওয়ার ব্যাপারে বলেন খিতিশ চন্দ্র শীল। তারই সূত্রে পারিবারিক কলহের সৃষ্টি হয়। এরই এক পর্যায়ে খিতিশের কলেজ পড়ুয়া মেয়ে শুকলা রানী পুতুল (১৭) ক্ষিপ্ত হয়ে বাবার দিকে বসার পিঁড়ি ছুড়ে মারে। এতে মাথায় লেগে গুরুতর আঘাত পান খিতিশ।

পরে উদ্ধার করে প্রথমে স্থানীয় স্বাস্থ্য কমপ্লেক্স ও পরে বরিশাল শের ই বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়া হলে সন্ধ্যায় চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয় খিতিশ চন্দ্র শীলের।

এ ব্যাপারে কাঠালিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) পুলক চন্দ্র রায় নিহতের পরিবারের বরাত দিয়ে জানান, মঙ্গলবার বাবা-ছেলের মধ্যে ঝগড়া লাগে, তা থামাতে যায় শুকলা রানী পুতুল। সে সময় ধাক্কাধাক্কিতে আঘাতপ্রাপ্ত হন খিতিশ। পরে চিকিৎসাধীন অবস্থায় হাসপাতালে তার মৃত্যু হয়। এ ঘটনায় এখনও কোনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে জানান ওসি।