ঝালকাঠিয় সড়ক দুর্ঘটনায় ১জন নিহত

ঝালকাঠি প্রতিনিধি : ঝালকাঠিতে যাত্রীবাহী বাস ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে জনি দাস (৩৫) নামে এক মোটরসাইকেল চালক নিহত হয়েছে। এ সময় আহত হয়েছে মোটরসাইকেলের দুই আরোহী।

শুক্রবার সকাল সাড়ে ১০টার দিকে বরিশাল-ঝালকাঠি আঞ্চলিক মহাসড়কের নলছিটি উপজেলার বাদামতলা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত মোটরসাইকেল চালক জনি দাস বরিশালের গির্জামহল্লা এলাকার দুখু দাসের ছেলে। জনি দাস ঝালকাঠি-বরিশাল রুটে ভাড়ায় মোটরসাইকেল চালাত।

পুলিশ ও স্থানীয়রা জানায়, আজ সকালে রূপাতলী বাসস্ট্যান্ড থেকে মোটরসাইকেলে দুজন যাত্রী নিয়ে চালক জনি দাস ঝালকাঠি আসছিল। মোটরসাইকেলটি ঝালকাঠির পল্লী বিদ্যুৎ কার্যালয়সংলগ্ন নলছিটির বাদামতলা এলাকায় এলে বরিশালগামী যাত্রীবাহী বাস আজমির পরিবহন তাদের চাপা দেয়। এতে ঘটনাস্থলেই মোটরসাইকেল চালক জনি দাস মারা যায়।

আহত হয় কবির হোসেন ও খলিলুর রহমান নামে দুই যাত্রী। আহতদের প্রথমে ঝালকাঠি সদর হাসপাতালে ভর্তি করা হয়। পরে সেখান থেকে তাদের বরিশাল শেরেবাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালে রেফার্ড করা হয়।

ঝালকাঠি থানার ওসি মো. মাহে আলম বলেন, লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঝালকাঠি সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় বরিশাল রূপাতলী এলাকা থেকে ঘাতক বাস ও চালককে আটক করা হয়েছে।