টঙ্গীতে অগ্নিকাণ্ডে দোকান ও বসতঘর পুড়ে গেছে

নিজস্ব প্রতিবেদক, গাজীপুর : গাজীপুরের টঙ্গীতে অগ্নিকাণ্ডে অটোরিকশার গ্যারেজ, ঝুটের গুদাম, দোকান ও বসতঘর পুড়ে গেছে।

মঙ্গলবার ভোরে টঙ্গীর নতুনবাজার এলাকার ব্যাংক মাঠ বস্তি এলাকায় আগুন লাগে। টঙ্গী ও উত্তরা ফায়ার সার্ভিসের ছয়টি ইউনিটের কর্মীরা সোয়া দুই ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।

ফায়ার সার্ভিস ও স্থানীয়রা জানান, ব্যাংক মাঠ বস্তি এলাকার নূরু মিয়ার গ্যারেজে অটোরিকশার ব্যাটারি চার্জ দেওয়া হয়। রাত ৩টার দিকে ওই গ্যারেজে বিকট শব্দ হয় এবং আগুন লাগে। মুহূর্তে আগুন পাশের ঝুটের গুদামসহ দোকান, বসতঘরে ছড়িয়ে পড়ে। এ সময় স্থানীয়রা আগুন নেভাতে শুরু করে এবং ফায়ার সার্ভিসে খবর দেয়। পরে টঙ্গী ও উত্তরা ফায়ার সার্ভিসের ছয়টি ইউনিটের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে ভোর সাড়ে ৫টার দিকে আগুন নিয়ন্ত্রণ আনে।

আগুনে ওই অটোরিকশার গ্যারেজ, স্থানীয় কবির ও আলতাবের কয়েকটি ঝুটের গুদাম, কয়েকটি ছোট বসতঘর ও দোকান পুড়ে গেছে।

টঙ্গী ফায়ার স্টেশনের সিনিয়র স্টেশন অফিসার মো. সেলিম মিয়া জানান, অটোরিকশার গ্যারেজ থেকে শর্ট সার্কিট হয়ে আগুনের সূত্রপাত হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।