টঙ্গীতে পূর্ব শত্রুতার জেরে যুবককে কুপিয়ে জখম গ্রেফতার ১

অমল ঘোষ,টঙ্গী (গাজীপুর) প্রতিনিধি
টঙ্গীর পাগার ঝিনু মার্কেট জামে মসজিদের সামনে পূর্ব শত্রুতার জেরে বিল্লাল হোসেন (২০) নামে এক যুবককে গত মঙ্গলবার রাতে উপর্যুপুরি কুপিয়ে গুরুতর জখম করেছে স্থানীয় মাদকদ্রব্য ব্যবসায়ীরা। তাকে উদ্ধার করে ঢাকার পঙ্গু হাসপাতালে ভর্তি করা হয়। এ ঘটনায় জড়িত থাকার দায়ে এক যুবককে আটক করে গতকাল বুধবার থানায় একটি মামলা দায়ের শেষে গাজীপুর জেল হাজতে প্রেরণ করা হয়েছে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ঘটনার কয়েকদিন পূর্বে মাদকদ্রব্য ব্যবসায়ী আকবর হোসেনকে ইয়াবা বিক্রি করার সময় বিল্লাল হোসেন বাধা দেয়। এতে উভয়ের  মাঝে শত্রুতার সৃষ্টি হয়। এর জের ধরে মঙ্গলবার রাত সাড়ে ৯ টার দিকে উল্লেখিত স্থানে বিল্লাল হোসেনকে একা পেয়ে মাদকদ্রব্য ব্যবসায় ইউসুফ (২২), আকবর হোসেন (২৫),  আলী আকবর (২৪), রাসেল (১৯), সেলিম (২৩), জাহিদ (২১), মজি (২৬), সিদ্দিক (২৭), আলাল মিয়া (২৯) মিলে ধারালো অস্ত্র ও লাঠি সোটা নিয়ে বেধরক মারধর এবং ধারালো চাপাতি দিয়ে উপর্যুপুরি কুপিয়ে গুরুতর জখম করে। এতে তার বাম হাতের দুটি রগ কেটে যায়। এ সময় তার ডাক চিৎকারে পথ চারিরা এগিয়ে গেলে মাদক ব্যবসায়ীরা তাদের উপরও হামলা চালায়। হামলাকারীদের লাঠির আঘাতে পথচারী রিসাদ হায়দারীর ডান হাতের হাড় ফেটে যায়। স্থানীয়রা ঘটনায় জড়িত ইউসুফকে আটক করে টঙ্গী থানা পুলিশে সোফর্দ করে। খবর পেয়ে রিসাদের পরিবারের লোক ও পথচারিরা তাদের উদ্ধার করে প্রথমে টঙ্গী সরকারি হাসপাতালে নিয়ে ভর্তি করে। পরে কর্তব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য গুরুতর আহত বিল্লালকে ঢাকা পঙ্গু হাসপাতালে রেফার্ড করে। এ ঘটনায় থানায় মামলা দায়ের শেষে আটকৃতকে গ্রেফতার দেখিয়ে গাজীপুর জেল হাজতে প্রেরণ করা হয়েছে।