টঙ্গীতে সড়ক দুর্ঘটনায় মহাসড়ক অবরোধ

 গাজীপুর : টঙ্গীতে সড়ক দুর্ঘটনায় সহপাঠী নিহতের প্রতিবাদে এবং ফুট ওভারব্রিজ স্থাপনের দাবিতে সফিউদ্দিন সরকার একাডেমি অ্যান্ড কলেজের শিক্ষার্থীরা  করেছে।

সোমবার সকালে টঙ্গীর ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে শিক্ষার্থীরা। পরে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে।

একালাবাসী ও পুলিশ সূত্রে জানা গেছে, রোববার বিকেলে ওই একাডেমির সপ্তম শ্রেণির ছাত্রী তাসনিম আক্তার রাফা (১২) ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক পার হওয়ার সময় বাসচাপায় আহত হয়। পরে হাসপাতালে নেওয়ার পর চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এর প্রতিবাদে এবং ফুট ওভারব্রিজ স্থাপনের দাবিতে আজ ওই একাডেমির সামনের মহাসড়কে শিক্ষার্থীরা অবস্থান নিয়ে অবরোধ করে। এতে গাড়ি চলাচল বন্ধ হয়ে যায়। খবর পেয়ে টঙ্গী থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে শিক্ষার্থীদের বুঝিয়ে সড়ক থেকে সরিয়ে দিলে গাড়ি চলাচল স্বাভাবিক হয়।

টঙ্গী থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. ফিরোজ তালুকদার জানান, সড়ক দুর্ঘটনায় সহপাঠী নিহতের প্রতিবাদে শিক্ষার্থীরা ওই মহাসড়কে অবস্থান নেয়। এতে যানবাহন চলাচল সাময়িক বিঘ্নিত হয়। পরে তাদের বুঝিয়ে মহাসড়ক থেকে সরিয়ে দিলে যানবাহন চলচল শুরু হয়।