টঙ্গীর ২৫০শয্যা বিশিষ্ট শহীদ আহসান উল্লাহ মাস্টার হাসপাতাল বহি:বিভাগের চিকিৎসা কার্যক্রম উদ্বোধন

মো.রবিউল ইসলাম(টঙ্গী  প্রতিনিধি)

টঙ্গীর ২৫০শয্যা বিশিষ্ট শহীদ আহসান উল্লাহ মাস্টার হাসপাতালের বহি:বিভাগের চিকিৎসা কার্যক্রম উদ্বোধন অনুষ্ঠান গতকাল বৃহস্পতিবার গাজীপুর জেলা সির্ভিল সার্জন সৈয়দ মনিরুজ্জামানের সভাপতিত্বে এবং আবাসিক মেডিকেল অফিসার ডা: পারভেজের পরিচালনায় অনুষ্ঠিত হয়েছে। বহি:বিভাগ চিকিৎসা কার্যক্রম উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন যুব ও ক্রীড়া মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি আলহাজ্ব মোঃ জাহিদ আহসান রাসেল। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, গাজীপুর জেলা মুক্তিযোদ্ধা ইউনিট কমান্ডার আলহাজ্ব কাজী মোজাম্মেল হক, টঙ্গী থানা আওয়ামী লীগের সভাপতি বীরমুক্তিযোদ্ধা ফজলুল হক, সাধারণ সম্পাদক রজব আলী, গাজীপুর সিটি কর্পোরেশনের কাউন্সিলর নূরুল ইসলাম নূরু, মহিলা কাউন্সিলর রাখি সরকার, থানা আওয়ামী লীগের সহ-সভাপতি বীরমুক্তিযোদ্ধা জয়নাল আবেদীন, হাজী মনির আহম্মেদ, গাজীপুর জেলা স্বাধীনতা চিকিৎসক পরিষদ ও বিএমএ সভাপতি আমির হোসেন রাহাত, সাধারণ সম্পাদক অধ্যাপক ডা: সুসান্ত কুমার সরকার, টঙ্গীস্থ বৃহত্তর ময়মনসিংহ সমন্বয় পরিষদের সভাপতি জালাল উদ্দিন মাষ্টার, গাজীপুর মহানগর শ্রমিকলীগের যুগ্ম সাধারণ সম্পাদক মজিবুর রহমান, শহীদ আহসান উল্লাহ মাস্টার হাসপাতাল নামকরণের গণস্বাক্ষর সংগ্রহকারী ও গাজীপুর জেলা স্বেচ্ছাসেবক লীগ নেতা শহিদুল ইসলাম শহীদ, সাইদুল হক লিটন প্রধান, ইমরান তালুকদার বশির, যুবলীগ নেতা শাহজাহান সিরাজ সাজু, রাশেদ চৌধুরী,টঙ্গী সরকারি বিশ্ববিদ্যালয় কলেজ ছাত্রলীগের সভাপতি কাজী মঞ্জুর প্রমুখ।