টরেন্ট সাইট থেকে ছবি ব্লক ইউআরএল ডাউনলোড করলেই জেল ও জরিমানা

ভারত সরকার ইন্টারনেট পরিষেবা প্রদানকারীদের সাহায্যে গত পাঁচ বছরে হাজার খানেক ওয়েব সাইট ও ইউআরএল ব্লক করে দিয়েছে। কিন্তু আপনি যদি এই ‘ব্লক ইউআরএল’ সাইটগুলিতে চোখ বোলান, তাহলে আপনার তিন বছরের জেল হতে পারে।

এ তো গেল ‘ব্লক ইউআরএল’-এর কথা। কিছু সাইট আছে যেগুলির কপি রাইট আছে সেগুলি ডাউনলোড করলে আপনার ৩ লক্ষ টাকা পর্যন্ত জরিমানাও হতে পারে।

এই ধরনের ইউআরএল খুলতে গেলেই প্রথমে একটা সতর্ক বার্তা দেখাবে। ভারতে বেশিরভাগ ইউআরএল এবং ওয়েবসাইট ডিএনএস ফিলটারিং-এর সাহায্যে ব্লক করা হয়ে থাকে। যার অর্থ ইন্টারনেট পরিষেবা প্রদানকারীদের তালিকায় ব্লক ওয়েবসাইটের ডিএনএস-গুলি জমা হতে থাকে এবং তার পরেই ইন্টারনেট পরিষেবা প্রদানকারীরা সেই ইউআরএল সহ ওয়েবসাইটের রিকোয়েস্ট ব্লক করে দেবে।

তবে গত ২ বছরে সরকারের সুপারিশ অনুসারে ইন্টারনেট পরিষেবা প্রদানকারীরা, আরও নতুন পদ্ধতি খুঁজে বের করার চেষ্টা করেছেন যার সাহায্যে সাইট ব্লক করা যায়। কপিরাইট রয়েছে এমন সাইট থেকে ডাউনলোড করলেই ‘কপি রাইট ১৯৫৭’ অনুসারে ভারতীয় পেনাল কোড ৬৩, ৬৩-এ, ৬৫ এবং ৬৫-এ ধারা প্রযুক্ত হবে।