স্বাধীনতার পঞ্চাশ বছর পূর্তি

টাইগারদের বিশেষ জার্সি

স্বাধীনতার পঞ্চাশ বছর পূর্তি উপলক্ষে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিরিজে বাংলাদেশ ক্রিকেট দলের জার্সিতে লাল-সবুজ ছাড়া আর কোনো রং ব্যবহার করা হয়নি বলে জানিয়েছেন বিসিবি’র ক্রিকেট অপারেশন্সের চেয়ারম্যান আকরাম খান।

মুজিববর্ষের অনেক আয়োজনই গেছে ভেস্তে। স্বাধীনতার ৫০ বছর পূর্তি উপলক্ষে আবারও উদ্যোগী ক্রিকেট বোর্ড। কোভিড পরিস্থিতিতে তেমন কোনো আয়োজন সম্ভব নয়। তবুও সুবর্ণজয়ন্তীর উদযাপনে শামিল হতে চায় বিসিবি।

বিশ্বমঞ্চে টাইগারদের পরিচয়ও লাল-সবুজে। বিভিন্ন সময় যার মাঝে অন্য রঙের উপস্থিতিও দেখা গেছে। কিন্তু, বিশেষ বছরে জার্সিটাও হওয়া চাই বিশেষ। ৭১’এ সবুজ দেশটা যে লাল রক্তে হয়েছিলো রঞ্জিত, সে গল্পটাই প্রতিফলিত হোক সাকিব-তামিমদের গায়ে।

বিসিবির ক্রিকেট অপারেশন্স চেয়ারম্যান আকরাম খান বলেন, পুরো দেশের মতো আমাদের ক্রিকেট বোর্ড আর খেলোয়াড়রা এটার সঙ্গে সম্পৃক্ত হতে যাচ্ছি। এটা একটা বিশেষ বছর। যেহেতু আমাদের ৫০ তম স্বাধীনতা দিবসের বছর। উদযাপনের জন্য আমরা জার্সির ব্যাপারটি মাথায় রেখেছি। বাংলাদেশের পতাকার মতোই করেছি। সবুজ এবং লাল দিয়ে বানানো। অন্য কোনো রং নেই। আমাদের মুক্তিযোদ্ধা ভাইয়েরা স্বাধীনতার পর যেভাবে উদযাপন করেছে, সেটা তুলে ধরেছি। আমাদের স্মৃতিসৌধকে তুলে ধরা হয়েছে। আমাদের অনেক কিছু করার ইচ্ছে ছিলো। কিন্তু, কোভিডের জন্য হচ্ছেনা। এটা দুঃখজনক। তারপরও যতোটুকু সম্ভব, চেষ্টা করছি। স্মারক হিসেবে কয়েন রাখারও চিন্তা করছি।