টাঙ্গাইলে নবীন সৈনিকদের প্রশিক্ষণ সমাপনী কুচকাওয়াজ

নিজস্ব প্রতিবেদক, টাঙ্গাইল : টাঙ্গাইলের ঘাটাইল শহীদ সালাউদ্দিন সেনানিবাসের আর্মি মেডিক্যাল কোর সেন্টার অ্যান্ড স্কুলের রিক্রুট ব্যাচ ২০১৬ সৈনিকদের শপথ গ্রহণ ও প্রশিক্ষণ সমাপনী কুচকাওয়াজ অনুষ্ঠিত হয়েছে।

বুধবার সকালে শহীদ সালাউদ্দিন সেনানিবাসের প্যারেড গ্রাউন্ডে এই কুচকাওয়াজ অনুষ্ঠিত হয়।

এ অনুষ্ঠানে ১৯ পদাতিক ডিভিশনের জিওসি এবং ঘাটাইল এরিয়া কমান্ডার মেজর জেনারেল সাজ্জাদুল হক, রিক্রুট ব্যাচের নবীন সৈনিকদের  শপথ বাক্য পাঠ করান এবং সেরা সৈনিকদের মধ্যে পুরস্কার বিতরণ করেন।

সাজ্জাদুল হক বলেন, বাংলাদেশ সেনাবাহিনীর মেডিক্যাল কোরের সুনাম দেশের গণ্ডি পেরিয়ে বিদেশেও ছড়িয়ে পড়েছে। নবীন সৈনিকদের দেশপ্রেমে উদ্ভুদ্ধ হয়ে নিজ নিজ দায়িত্ব সঠিকভাবে পালনের আহ্বানও জানান তিনি।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ১৯ পদাতিক ডিভিশনের জিওসি এবং ঘাটাইল এরিয়া কমান্ডার মেজর জেনারেল সাজ্জাদুল হক।

উপস্থিত ছিলেন ব্রিগেডিয়ার জেনারেল রফিকুল ইসলাম, এমপিএইচ, এমফিল ও লে. কর্নেল এস এম সোলায়মান, এসজিপি, এমপিএইচসহ বাংলাদেশ সেনাবাহিনীর অন্যান্য কর্মকর্তা, তাদের পরিবার এবং নবীন সৈনিকদের অভিভাবকরা।