টানা চার ম্যাচ হেরে খাদের কিনারায় চলে গিয়েছিল চিটাগং

ক্রীড়া প্রতিবেদক : এবারের বিপিএলে প্রথম ম্যাচ জয়ের পর টানা চার ম্যাচ হেরে খাদের কিনারায় চলে গিয়েছিল চিটাগং ভাইকিংস। সেখান থেকে টানা পাঁচ জয়ে দুর্দান্তভাবে ঘুরে দাঁড়ায় তামিম ইকবালের দল। উঠে যায় সেরা চারে। এলিমিনেটরে রাজশাহী কিংসের কাছে হেরে টুর্নামেন্ট থেকে বিদায় নিলেও তাই দল নিয়ে গর্বিত অধিনায়ক তামিম ইকবাল।

রাজশাহীর কাছেই টানা দুই ম্যাচ হারল চিটাগং। দুই ম্যাচেই চিটাগংকে ডুবিয়েছে ব্যাটিং। প্রথম রাউন্ডের শেষ ম্যাচে ৭০ রানেই ৮ উইকেট হারিয়ে ম্যাচ হেরেছিল। মঙ্গলবার এলিমিনেটরে প্রথম ১০ ওভারে ১ উইকেটে ৭৫ রান তোলা চিটাগং পরের ১০ ওভারে ৭ উইকেটে তোলে ৬৭। পরে ৫৭ রানে রাজশাহীর ৬ উইকেট তুলে নিলেও ৩ উইকেটে হেরে যায় তারা। তবে টুর্নামেন্ট দল যেভাবে ঘুরে দাঁড়িয়েছিল তাতে খুশি তামিম।

ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে তামিম বলেন, ‘এখন আসলে টুর্নামেন্ট শেষ। বলার অনেক কিছুই আছে। তবে এই সময়ে কাউকে কোনো দোষ দিয়ে তো লাভ নেই। আমি কালকেও কথাটা বলেছিলাম যে, যেভাবে আমরা কামব্যাক করেছি, খেলোয়াড়দের নিয়ে আমি অনেক গর্বিত। আমরা ব্যাটিংয়ে ২০ রান কম করেছি, বোলিংয়েও কিছু ভুল হয়েছে। দিন শেষে এটাই বলব যে, খেলোয়াড়দের নিয়ে আমি গর্বিত। আমরা ভালো ক্রিকেট খেলেছি।’

ম্যাচে আলাদা কোনো টার্নিং পয়েন্ট দেখেছেন না তামিম, ‘টার্নিং পয়েন্ট এখানে অনেকগুলোই থাকতে পারে। কাউকে ব্যক্তিগতভাবে পয়েন্ট আউট করে দেওয়া আমি মনে করি না ঠিক। গ্রুপ হিসেবে আমরা হয়তো ব্যাটিং আর একটু ভালো করতে পারতাম। বোলিয়েও ভালো করতে পারতাম।’

স্থানীয় খেলোয়াড়দের কাছ থেকে আরেকটু ভালো পারফরম্যান্স আশা করেছিলে তামিম, ‘আমার কাছে মনে হয় আমাদের স্থানীয় খেলোয়াড়রা টিম থেকে যদি আরেকটু সাপোর্ট করতো তাহলে আমরা আরেকটু ভালো পজিশনে থাকতাম। আমাদের এই জায়গায় একটু গ্যাপ রয়ে গেছে। তবে ওরা ট্রাকে আছে। হয়তো হয়নি। প্রতিদিন তো আমি আর বিদেশিরা ভালো করবে না। অন্য দলগুলো যদি দেখেন ঢাকা, রাজশাহী, খুলনা, ওদের স্থানীয় খেলোয়াড়রা অনেক সাপোর্ট দিয়েছে। এই জায়গায় আমাদের একটু ঘাটতি ছিল। তবে ওদের ডেডিকেশনের প্রতি আমার একটা বিন্দুও সন্দেহ নেই। ওরা ওদের সেরাটা দেওয়ার চেষ্টা করেছে। দুর্ভাগ্যক্রমে হয়নি।’