টিউবলাইটে সালমান-সোহেল

বিনোদন ডেস্ক : বলিউড অভিনেতা সালমান খান। তার সিনেমা মানেই বক্স অফিসে সাফল্য। অন্যদিকে তার ভাই সোহেল খান। পরিচালক-প্রযোজক হিসেবে তারও খ্যাতি রয়েছে। স্ব স্ব স্থানে সফল হলেও যখনই এ দুজন সিনেমার পর্দায় অভিনেতা হিসেবে একসঙ্গে হাজির হয়েছেন অজানা কারণে তা বক্স অফিসে সাড়া ফেলতে ব্যর্থ হয়েছে।

সালমান-সোহেল বীর, ম্যায়নে পেয়ার কিউ কিয়া, হিরোস, ম্যায় অউর মিসেস খান্না প্রভৃতি সিনেমায় একসঙ্গে অভিনয় করেছেন। সবকটি সিনেমা বক্স অফিসে ব্যর্থ। তবে প্রযোজক-অভিনেতা বা পরিচালক-অভিনেতা হিসেবে সফল তারা। পৃথকভাবে বেশ কয়েকটি বাণিজ্যিক ব্যবসাসফল সিনেমা উপহার দেয়ার পর আবার কবির খানের টিউবলাইট সিনেমায় একসঙ্গে অভিনয় করছেন সালমান-সোহেল।

টিউবলাইট ঘিরে দর্শকের আগ্রহ অনেক। ফার্স্ট লুক, টিজার প্রকাশের পর সিনেমাটি মুক্তির অপেক্ষায় দিন গুনছেন সালমান ভক্তরা। বক্স অফিস বিশ্লেষকরা ধারণা করছেন, বেশ ভালো আয় করবে সিনেমাটি। তবে কি এবার দুর্ভাগ্য ঘুচবে সালমান-সোহেলের। দুই ভাই মিলে কি এবার পারবেন অভিনেতা হিসেবে দর্শকদের ব্যবসাসফল সিনেমা উপহার দিতে?