টিএসপি সার কারখানার গুদামে অগ্নিকাণ্ড

চট্টগ্রাম : চট্টগ্রাম মহানগরীর পতেঙ্গা থানা এলাকায় বিসিআইসি নিয়ন্ত্রিত টিএসপি কমপ্লেক্স লিমিটেডের একটি রাসায়নিক গুদামে অগ্নিকাণ্ড ঘটেছে।

বৃহস্পতিবার মধ্যরাতে এই অগ্নিকাণ্ডের সূত্রপাত। ফায়ার সার্ভিস কর্মীরা ভোররাত ৩টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হন।

চট্টগ্রাম ফায়ার সার্ভিস নিয়ন্ত্রণ কক্ষের কর্মকর্তা প্রহ্লাদ সিংহ অগ্নিকা-ের সত্যতা নিশ্চিত করে রাইজিংবিডিকে জানান, গভীর রাতে টিএসপি সার কারখানার একটি গুদাম থেকে আকস্মিকভাবে ধোঁয়া নির্গত হতে থাকে। এক পর্যায়ে গুদাম থেকে আগুনের শিখা দেখা যায়।

খবর পেয়ে পতেঙ্গা, আগ্রাবাদ এবং ইপিজেড থেকে ফায়ার সার্ভিসের তিনটি ইউনিটের ছয়টি গাড়ি দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। ভোররাত প্রায় ৩টার দিকে ফায়ার সার্ভিসের কর্মীরা আগুন সম্পূর্ণ নিয়ন্ত্রণ করতে সক্ষম হয়। অগ্নিকা-ের সঠিক কারণ জানাতে পারেনি ফায়ার সার্ভিস।

তবে ঘটনাস্থলে আগুন নিয়ন্ত্রণে কাজ করা ফায়ার সার্ভিসের একজন কর্মকর্তা বলেন, কারখানার একটি গুদামে উন্মুক্ত রক সালফার নামানোর সময় গ্যাস নির্গত হয়ে অগ্নিকাণ্ড ঘটে থাকতে পারে। অগ্নিকাণ্ডের কারণ ও ক্ষয়ক্ষতি নির্ণয়ে কাজ করছে ফায়ার সার্ভিসের কর্মীরা।