টিকেট বিহীন যাত্রীদের টিকেটের দ্বিগুণ টাকা বেপরোয়া ক্যাটারার্স কর্মীদের পকেটে

মোঃ আশিকুর রহমান-অনুসন্ধানী প্রতিনিধি: সিলেট থেকে চট্টগ্রাম চলাচলের পাহাড়িকা এক্সপ্রেস (৭২০) ট্রেনের খাবার গাড়িতে কর্মরত ক্যাটারার্স কর্মীগণ বিনা টিকেটের যাত্রীদের গন্তব্যস্থলে পৌঁছে দেয়ার জন্য টিকেটের দ্বিগুণ টাকা তারা হাতিয়ে নিচ্ছেন এবং যাত্রীদের ক্যান্টিন রুম, গাড়িতে থাকা নামাযের স্থান (মসজিদ রুম) এবং পাওয়ার’কারে যাত্রীদের বহন করছেন।

ক্যান্টিন ম্যানেজার মোঃ হুসাইনের নেতৃত্বে ১০ থেকে ১২ জন ক্যাটারার্স কর্মী প্রতিনিয়ত বিনা টিকিটে যাত্রীদের গন্তব্যস্থলে পৌঁছে দেওয়ার আশ্বাস দিয়ে সিলেট থেকে চট্টগ্রাম ও চট্টগ্রাম থেকে সিলেটে প্রতিনিয়ত আদম ব্যবসা করে যাচ্ছেন।
১৫/০৪/২০২৪ ইং তারিখ সিলেট থেকে চট্টগ্রাম যাওয়ার পথে আখাউড়া রেলওয়ে স্টেশনে ট্রেনটি স্টপেজ দিলে ক্যাটারাস কর্মী মোঃ তানভীর হবিগঞ্জ রেলওয়ে স্টেশন থেকে লাকসাম রেলওয়ে স্টেশন যাওয়ার টিকেট’বিহীন  ৮ জন যাত্রির কাছ থেকে (৩,০০০) টাকা ভাড়া বাবদ নেন এমনটি তথ্যের উপর ভিত্তি করে ঘটনার সত্যতা নিশ্চিত করতে যাত্রী ও ক্যাটারাস কর্মী তানভীরের মুখোমুখি হলে উঠে আসে ঘটনার সত্যতা যা রেকর্ড হয় ক্যামেরায়।
শুধু তাই নয় বৈধ যাত্রীদের সহায়তা প্রদানের জন্য নিয়োজিত স্টুয়ার্ট এটেনডেন্ট, জিআরপি পুলিশের সদস্য সহ সকলেই জড়িত এই আদম পারাপার ব্যবসায়, টিকেটধারী বৈধ যাত্রীগণ তাদের বক্তব্যে বলেন, আমরা প্রায় সময় নাস্তা ও কফি খাওয়ার জন্য ক্যান্টিন রুমে গেলে দেখা যায় সেখানে পা পাতার জায়গা থাকে না ক্যাটারাস কর্মীগণ যাত্রীতে ভরপুর করে রাখে, যা দেখার কেউ নেই।