টিসিবির পণ্য বিক্রি শুরু

অর্থনৈতিক প্রতিবেদক : পবিত্র ঈদুল আজহা উপলক্ষে রাজধানীর ৩০টি স্থানসহ সারা দেশে ১৮২টি ভ্রাম্যমাণ ট্রাকের মাধ্যমে ন্যায্যমূল্যে পণ্য বিক্রি শুরু করেছে সরকারের বিপণন সংস্থা ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশ (টিসিবি)।

বুধবার সকাল থেকে টিসিবির খোলা ট্রাকে করে বিক্রি শুরু হয়েছে পণ্য। শুক্রবার ব্যতীত বিক্রি চলবে ৮ সেপ্টেম্বর পর্যন্ত।

এবার টিসিবি যেসব পণ্য বিক্রি করবে তার মধ্যে রয়েছে চিনি, মসুরের ডাল ও সয়াবিন তেল। সর্বোচ্চ দুই কেজি পর্যন্ত চিনি ও মসুরের ডাল একজন কিনতে পারবে। আর সয়াবিন তেল কিনতে পারবে সর্বোচ্চ পাঁচ লিটার।

প্রতি কেজি চিনি পাওয়া যাচ্ছে ৫৫ টাকা, মসুর ডাল ৮৯ দশমিক ৯৫ টাকা এবং সয়াবিন তেল ৮০ টাকা প্রতি লিটার।

প্রতি ট্রাকে দৈনিক পণ্য বরাদ্দ থাকবে- চিনি ট্রাকপ্রতি ৩০০ থেকে ৫০০ কেজি, মসুর ডাল ২০০ থেকে ৩০০ কেজি, সয়াবিন তেল ২০০ থেকে ৫০০ লিটার।

ঢাকা শহরে ভ্রাম্যমাণ ট্রাকে পণ্য বিক্রি হচ্ছে- সচিবালয়ের গেটে, প্রেসক্লাবের সামনে, কাপ্তান বাজার, ছাপরা মসজিদ ও পলাশী বাজার, সিটি কলেজ, নীলক্ষেত বাজার, মোহাম্মদপুর শিয়া মসজিদ, জিগাতলা পোস্ট অফিস কলোনি, খামারবাড়ি, কলমিলতা বাজার, রজনীগন্ধা সুপার মার্কেট কচুক্ষেত, আগারগাঁও তালতলা, পাইকপাড়া বাজার, মিরপুর-১, শান্তিনগর বাজার, মালিবাগ বাজার, বাসাবো বাজার, মেরাদিয়া বাজার, মহাখালী কাঁচাবাজার, বাংলাদেশ ব্যাংকের সামনে, শেওড়াপাড়া বাজার, দৈনিক বাংলা মোড়, শাজাহানপুর বাজার, ফকিরাপুল বাজার, দিলকুশা, খিলগাঁও, তালতলা বাজার, রামপুরা বাজার, গোলাপশাহ বাজার গুলিস্তান, মিরপুর-১০ গোলচত্বর, কল্যাণপুর বাসস্ট্যান্ড।

এ ছাড়া চট্টগ্রামের ১০টি, অন্যান্য বিভাগীয় শহরে পাঁচটি ও জেলা সদরে দুটি স্থানে খোলা ট্রাকে পণ্য বিক্রি শুরু করছে টিসিবি।