টেস্ট র‌্যাঙ্কিংয়ের দুই নম্বর দল পাকিস্তান

ক্রীড়া ডেস্ক : টেস্ট র‌্যাঙ্কিংয়ের দুই নম্বর দল পাকিস্তান। কয়েকদিন আগে ওয়েস্ট ইন্ডিজ সফরেও অসাধারণ পারফরম্যান্সে নিজেদের সেরাটা দেখিয়েছে দলটি। কিন্তু নিউজিল্যান্ড সফরের শুরুতেই ভিন্ন পাকিস্তানকে দেখছে ক্রিকেট ভক্তরা।

নিউজিল্যান্ডের বিপক্ষে ক্রাস্টাচার্চ টেস্টের প্রথম দিনে বৃষ্টির কারণে খেলা মাঠে গড়ায়নি। দ্বিতীয় দিনে টস হেরে ব্যাট করতে নামা পাকিস্তান বাজে পরিস্থিতির শিকার। প্রথম ইনিংসে নিউজিল্যান্ডের অভিষিক্ত বোলার কলিন ডি গ্র্যান্ডহোমের কাছেই হেরে যায় অভিজ্ঞ মিসবাহ-উল-হকের দল পাকিস্তান।

প্রথম ইনিংসে ব্যাট করতে নেমে দলীয় ৩১ রানে প্রথম উইকেটের পর শতরানে পৌছতেই ৫ উইকেট নেই সফরকারীদের। অধিনায়ক হিসেবে মিসবাহের এটি ৫০তম ম্যাচ। নিজের মাইলফলকের ম্যাচে ব্যক্তিগত সর্বোচ্চ ৩১ রান এসেছে মিসবাহের ব্যাট থেকেই। বাকিদের মধ্যে আর কেউ ২০ এর কোটাও ছাড়াতে না পারেননি। ফলে প্রথম ইনিংসে ১৩৩ রানেই অলআউট পাকিস্তান।

পাকিস্তানের হয়ে শুরুতে ব্যাটিয়ে নেমে দুই ওপেনার সামি আসলাম ১৯ ও আজহার আলী ১৫ রান করেন। এছাড়া বাবর আজম ৭, ইউনিস খান ২, আসাদ শফিক ১৬, সরফরাজ আহমেদ ৭ রান করে আউট হন।

দুর্দান্ত পেস বোলিংয়ে একাই ছয়টি উইকেট দখল করেন কিউই বোলার গ্র্যান্ডহোম। দু’টি করে নেন টিম সাউদি ও ট্রেন্ট বোল্ট।

জবাবে নিজেদের প্রথম ইনিংসে ব্যাট করতে নেমে দ্বিতীয় দিন শেষে ভালো অবস্থানে রয়েছে নিউজিল্যান্ড। ব্যাটিংয়ে বাজে পারফর্মের পর বোলিং দাপট দেখাতে পারেনি পাকিস্তান।যদিও দিন শেষে তিনটি উইকেট ফেলতে সক্ষম হয়েছে সফরকারীরা। তার আগে নিজেদের কাজটা গুছিয়ে নিয়েছেন কিউইরা। দ্বিতীয় দিন শেষে ৩ উইকেটে ১০৪ রান তুলে ফেলেছে স্বাগতিকরা। ফলে প্রথম ইনিংসে পাকিস্তানের চেয়ে পিছিয়ে আছে ২৯ রানে। স্বাগতিকদের ভান্ডারে আরও সাতটি উইকেট রয়েছে।

ক্রাইস্টচার্চে নিউজিল্যান্ডের হয়ে ঝলক দেখাচ্ছেন অভিষিক্ত ক্রিকেটারা। বল হাতে গ্র্যান্ডহোমের পর এই টেস্টে ব্যাট হাতে আলো ছড়াচ্ছেন আরেক অভিষিক্ত জিৎ রাভাল। পাকিস্তানের বিপক্ষে এরই মধ্যে হাফ সেঞ্চুরি তুলে নিয়েছেন তিনি। দিন শেষে তিনি অপরাজিত আছেন ৫৫ রানে। দলীয় মাত্র ৪০ রানে ৩ উইকেট খুইয়ে শুরুতে কিছুটা ধাক্কা খেলেও এরপর থেকে ট্র্যাকে রয়েছে দলটি। ২৯ রানে অপরাজিত রয়েছেন হেনরি নিকোলাস।

পাকিস্তানের হয়ে মোহাম্মদ আমির, সোহেল খান ও রাহাত আলী একটি করে উইকেট পান।