টেস্ট র‍্যাঙ্কিংয়ে তামিম-মুশফিকদের উন্নতি

শ্রীলঙ্কা সফরে দুই ম্যাচের টেস্ট সিরিজে ১-০ ব্যবধানে হেরেছে বাংলাদেশ। এর মধ্যে প্রথম ম্যাচটি ড্র হয়েছে। ওই ম্যাচে ব্যাটিং উইকেটে বেশ ছন্দে ছিলেন ক্রিকেটাররা। যার প্রভাব পড়েছে আইসিসির টেস্ট র‍্যাঙ্কিংয়ে। টেস্ট র‍্যাঙ্কিংয়ে উন্নতি হয়েছে তামিম-মুমিনুলদের।

শ্রীলঙ্কার বিপক্ষে সেঞ্চুরি না পেলেও রানে ছিলেন তামিম ইকবাল। দুই টেস্টেই সেঞ্চুরির কাছে গিয়ে আউট হয়েছেন তিনি। তবে রান পাওয়ার সুবাদে আইসিসির টেস্ট ব্যাটসম্যানদের র‍্যাঙ্কিংয়ে তিন ধাপ এগিয়েছেন এই বাঁহাতি ওপেনার।

আজ বুধবার সাপ্তাহিক র‍্যাঙ্কিংয়ে হালনাগাদ করেছে আইসিসি। যেখানে তিন ধাপ এগিয়ে ২৭ নম্বরে উঠেছেন তামিম। তাঁর রেটিং পয়েন্ট ৬১১। পাল্লেকেলেতে প্রথম টেস্টের প্রথম ইনিসে ৯০ এবং দ্বিতীয় ইনিংসে ৭৪ রান করেন তামিম। এরপর দ্বিতীয় টেস্টের প্রথম ইনিংসে করেন ৯২ রান আর ২৪ রান করেন দ্বিতীয় ইনিংসে।

একধাপ এগিয়েছেন মুশফিকুর রহিম। ৬৪০ রেটিং পয়েন্ট নিয়ে ২১তম স্থানে আছেন তিনি।

র‍্যাঙ্কিংয়ে এগিয়েছেন বাংলাদেশ অধিনায়ক মুমিনুল হকও। ৫৯০ রেটিং নিয়ে তিনি আছেন ৩০ নম্বরে।

এই সিরিজে বড় সাফল্য পেয়েছেন লঙ্কান অধিনায়ক দিমুথ করুনারত্নে। বাংলাদেশের বিপক্ষে এক টেস্টে ডাবল সেঞ্চুরি করেন তিনি। দ্বিতীয় টেস্টেও করেন সেঞ্চুরি। মোট চার ধাপ এগিয়ে একাদশ স্থানে আছেন তিনি। এ ছাড়া নিরোশান ডিকভেলা, ওশাদা ফার্নান্দো ও লাহিরু থিরিমান্নেরও উন্নতি হয়েছে।

টেস্ট র‍্যাঙ্কিংয়ে ব্যাটিংয়ে সবার উপরে আছেন কিউই তারকা কেইন উইলিয়ামসন। দ্বিতীয়তে আছেন অস্ট্রেলিয়ার স্টিভেন স্মিথ। তিনে আছেন আরেক অসি তারকা মার্নাস লাবুশেন। চারে ইংলিশ অধিনায়ক জো রুট। পাঁচে আছেন ভারতীয় অধিনায়ক বিরাট কোহলি।

বোলারদের মধ্যে বাংলাদেশের হয়ে সবার উপরে আছেন তাইজুল ইসলাম। দুই ধাপ এগিয়ে ২৩তম স্থানে আছেন তিনি।

অন্যদিকে অভিষেকে দুই ইনিংসেই পাঁচ উইকেট পেয়েছেন শ্রীলঙ্কার প্রাভিন জয়াবিক্রমা। মোট ১১ উইকেট নিয়ে রেকর্ড গড়েছেন তিনি। র‍্যাঙ্কিংয়ে নতুন ঢোকা এই ক্রিকেটার আছেন ৪৮তম স্থানে।

বোলিংয়ে যথারীতি সবার উপরে আছেন অস্ট্রেলিয়ার প্যাট কামিন্স। এর পরে আছেন যথাক্রমে ভারতের রবিচন্দ্রন অশ্বিন, নিউজিল্যান্ডের নিল ওয়্যাগনার, ইংল্যান্ডের জেমস অ্যান্ডারসন ও অস্ট্রেলিয়ার জশ হেইজেলউড।

টেস্ট অলরাউন্ডারদের র‍্যাঙ্কিংয়ে সবার ওপরে ওয়েস্ট ইন্ডিজের জেসন হোল্ডার। শ্রীলঙ্কার বিপক্ষে টেস্ট সিরিজে না খেলা বাংলাদেশি তারকা সাকিব আল হাসান আছেন পাঁচ নম্বরে।