ট্যানারি পরিদর্শনে জার্মান সংসদের প্রতিনিধি দল

সাভারের হেমায়েতপুরে বিসিক চামড়াশিল্প নগরী (ট্যানারি) পরিদর্শন করেছেন জার্মান সংসদের একটি প্রতিনিধিদল।

শনিবার (২৯ অক্টোবর) সকালে জার্মান সংসদের অর্থনৈতিক সহযোগিতা এবং উন্নয়ন বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী (কেন্দ্রীয়) ও সচিব ড. বারবেল কফলারের নেতৃত্বে শিল্পনগরীর বিভিন্ন অংশ ঘুরে দেখেন চার সদস্যের এই দলটি।

প্রতিনিধিদলের অন্য সদস্যরা হলেন- টিনা রুডলফ, ইয়োহানেস ওয়াগনার ও নুট গেরশাউ। এছাড়াও বাংলাদেশে অবস্থিত জার্মান দূতাবাসের কর্মকর্তারাও এসময় উপস্থিত ছিলেন।

পরিদর্শনের প্রথমে ট্যানারি কেন্দ্রীয় বর্জ্য শোধনাগার (সিইটিপি) যান তারা। পরে তারা আঞ্জুমান ট্রেডিং করপোরেশন লিমিটেড কারখানায় বসে মালিকদের সঙ্গে আলোচনা শেষে ট্যানারি শ্রমিক ইউনিয়ন কেন্দ্রে গিয়ে শ্রমিক নেতাদের সঙ্গে কথা বলেন।