ট্রাকচাপায় রাজধানীতে নারী নিহত

নিজস্ব প্রতিবেদক : রাজধানীর কদমতলী থানা এলাকায় ট্রাকচাপায় রোকেয়া বেগম (২৫) নামে একজন নিহত হয়েছেন। আহত হয়েছেন হয়েছেন নিহতের মা কাজল বেগম (৫০) ও তার পাঁচ বছরের মেয়ে তানিয়া আক্তার।

সোমবার বিকেল সাড়ে ৪টার দিকে কদমতলী এলাকার পোস্তগোলা ব্রিজের ঢালে এ দুর্ঘটনা ঘটে।

দুর্ঘটনার পর আহতদের উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে আনা হলে সন্ধ্যা ৬টায় কর্তব্যরত চিকিৎসক রোকেয়াকে মৃত ঘোষণা করেন।

প্রত্যক্ষদর্শী ও ঢামেক সূত্র থেকে জানা যায়, রোকেয়া বেগম তার মা ও মেয়েকে নিয়ে পোস্তগোলা ব্রিজের ঢাল থেকে রাস্তা পার হচ্ছিলেন। এ সময় মালবাহী একটি ট্রাক তাদের চাপা দিলে রোকেয়া বেগম গুরুতর ও তার মা এবং মেয়ে সামান্য আহত হন।

পরে কদমতলী থানার সহকারী উপ-পরিদর্শক (এএসআই) মিজানুর রহমান তাদের উদ্ধার করে ঢামেক হাসপাতালে নিয়ে এলে সন্ধ্যা ৬টায় কর্তব্যরত চিকিৎসক রোকেয়াকে মৃত ঘোষণা করেন।

এএসআই মিজানুর বলেন, তাৎক্ষণিকভাবে ঘাতক ট্রাক ও চালককে আটক করা সম্ভব হয়নি। লাশ ঢামেক মর্গে রাখা হয়েছে।

রোকেয়ার মা কজলী বেগম জানান, তার মেয়ের স্বামী মো. জনি নারায়ণগঞ্জের একটি গার্মেন্টসে কাজ করেন। তারা আজই বরিশাল থেকে ঢাকায় এসেছে। পোস্তগোলায় সড়ক পার হয়ে তাদের নারায়ণগঞ্জের গাড়িতে ওঠার কথা ছিল।