ট্রাম্পের ছবি বিভ্রাট শাহেদ হোসেন

আন্তর্জাতিক ডেস্ক : ক্যারিবীয় দেশ ডমিনিকান রিপাবলিকানের একটি পত্রিকায় মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ছবি ভেবে অভিনেতা অ্যালিস বালডউইনের ছবি ছাপা হয়েছে। শনিবার অবশ্য পত্রিকাটি এর জন্য ক্ষমাও চেয়েছে।

এল ন্যাসিওনাল নামের দৈনিকটিতে শুক্রবার ‘ ট্রাম্প বলেছেন ইসরায়েলে বসতি স্থাপন শান্তি প্রক্রিয়া সমর্থন করে না’ শীর্ষক সম্পাদকীয় প্রকাশিত হয়। শিরোণামের নিচেই অভিনেতা অ্যালিস বালডউইন ও তার পাশে ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর ছবি ছাপানো হয়। বালডউইনের ছবির নিচে লেখা ছিল যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

এ ভুলের জন্য শনিবার পত্রিকাটির পক্ষ থেকে ক্ষমা প্রার্থণা করা হয়েছে। এতে বলা হয়েছে ১৯ পৃষ্ঠায় প্রকাশিত ওই ছবিটি পত্রিকাটির কোনো দায়িত্বশীল কর্মকর্তার নজরে পড়েনি।