ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গীতে ৬০ একর জমির ভুট্টার ফসল নষ্টের অভিযোগ উঠেছে

মো:জয়নাল আবেদীন রুহিয়া থানা প্রতিনিধি: ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গীতে প্রায় ৯০ কৃষকের প্রাই ৬০ একর আবাদি জমিতে ভুট্টা ক্ষেতের গাছ ভেঙ্গে ওভুট্টার মোচা  ছিড়ে নষ্ট করার অভিযোগ উঠেছে|অন্যের জমি বর্গা নিয়ে চাষাবাদ করতেন কৃষকরা,ঋণ করে চাষাবাদ করে ক্ষতিগ্রস্থ হওয়ার ফলে চরম বিপাকে পড়েছেন ক্ষতিগ্রস্ত কৃষকরা|রাতের আধারে ভুট্টাক্ষেত নষ্টের সাথে কারা জড়িত এর প্রতিকার চেয়ে উপজেলার আমজানখোর ইউনিয়নের রত্নাই বগুলা বাড়ি গ্রামের চাষীরাউপজেলা চেয়ারম্যান  বরাবর লিখিত অভিযোগ করেন|

বালিয়াডাঙ্গী উপজেলা চেয়ারম্যান আলী আসলাম জুয়েল জানান অভিযোগ পাওয়ার পর উপজেলা কৃষি অফিসার সুবোধ চন্দ্র রায় কে নিয়ে ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে|ক্ষতিগ্রস্ত চাষীদের তালিকা প্রস্তুত করে সহযোগিতার আশ্বাস দেওয়া হয়েছে | ঘটনাস্থলে গিয়ে জানা গেছে রাতের আধারে লুকিয়ে গত ১৫ দিন ধরে আবাদি জমির ভুট্টা গাছের পাতা ও মোচা এবং গাছ ভেঙ্গে নষ্ট করতে শুরু করে কে বা কারা |বিষয়টির প্রতিকার চেয়ে উপজেলা চেয়ারম্যানের দ্বারস্থ হয়েছেন এলাকার ক্ষতিগ্রস্থ কৃষকরা,ফসলের ক্ষতিগ্রস্ত কৃষক ভগবত বলেন পাশের গ্রামের কিছু দুর্বৃত্ত মানুষ আমাদের ফসল নষ্ট করে চলে যায় |

আমরা এখানে হিন্দু এবং রাজশাহীর মালদাইয়ারা চাষাবাদ করে আসছি আর পাশের গ্রামের স্থানীয়রা আমাদের উপর অন্যায় অত্যাচার করে আমাদের ফসল নষ্ট করে আমাদের এখান থেকে তাড়িয়ে দেওয়ার পাঁয়তারা করছেন|আরেক কৃষক সাইফুল ইসলাম বলেন ভুট্টা এখনো কাঁচা রয়েছে এ অবস্থায় ভুট্টা গাছের পাতা ছিঁড়ে নিলে এবং ভুট্টার মোচা ভেঙ্গে দিলে ভুট্টার বড় হবে না , এভাবে ক্ষতিগ্রস্ত হলে আমরা চরম বিপদের মধ্যে পড়ে যাব |কারণ আমরা ঋণ করে চাষাবাদ করছি,এদিকে পাশের গ্রামের মহিলারা দলবেধে এসে পাতা ছিঁড়ে নিয়ে যায় প্রতিদিনই তারা মহিলা মানুষ বলে কিছুই বলতে পারছি না কিছু বললে আমাদের মামলার ভয় দেখাচ্ছেন | এ ঘটনায় আমরা সবাই অসহায় হয়ে গেছি,উত্তেজিত হয়ে কৃষাণী রানী রায় বলেন পাশের গ্রামের মহিলারা আমাদের সাথে ইচ্ছা করে ঝগড়া সৃষ্টি করার চেষ্টা করছে | এবং আমাদের উপর মামলা মোকদ্দমা করার সূত্র সৃষ্টি করার চেষ্টা করছে | সেজন্য ওরা দলবেঁধে আসে জোর করে আমাদের ভুট্টা ক্ষেত নষ্ট করে আমাদেরকে হুমকি দিয়ে যাচ্ছে |

এখন প্রশাসন যা ব্যবস্থা নেবে তা না হলে আমাদেরকে সব ছেলে এখান থেকে পালাতে হবে, বালিয়াডাঙ্গী উপজেলা কৃষি অফিসার সুব্রত চন্দ্র রায় জানান ঘটনাস্থল পরিদর্শন করেছি কৃষক ভালোই ক্ষতিগ্রস্ত হবে বলে মনে হচ্ছে কারণ ভুট্টার মোচা গুলো এখনো পরিপক্ক ভাবে বড় হয়নি|ভুট্টা গাছের পাতা এবং ডগা  ভাঙলে বা ছিরলে ভুট্টার মোচা গুলো পরিপক্ক ভাবে বড় হবে না | আমরা চেষ্টা করব সরকারের পক্ষ থেকে কৃষকদের ভর্তুকি ব্যবস্থা করার| এ বিষয়ে উপজেলা নির্বাহি অফিসার জোবায়ের হোসেন জানান ঘটনাস্থল পরিদর্শন করে কৃষকদের সাথে কথা বলেছি,যেহেতু অনেক কৃষকই এই ক্ষতিগ্রস্থের শিকার |তাদের পরামর্শ দেওয়া হয়েছে কৌশলে পাহারা দিয়ে কারা এ কাজ করছে তা চিহ্নিত করার | এ বিষয়ে কোন সমাধান না হলে পুলিশি ব্যবস্থা নেওয়া হবে |