ঠাকুরগাঁওয়ে ছাত্রদলের প্রতিষ্ঠাবার্ষিকীর কেক কাটলেন মির্জা ফখরুল

এস. এম. মনিরুজ্জামান মিলন, ঠাকুরগাঁও প্রতিনিধিঃ জাতীয়তাবাদী ছাত্রদলের নেতৃত্বে বাংলাদেশে গণতন্ত্র ফিরে আসবে এবং দেশ সুখি ও সমৃদ্ধে পরিণত হবে। ঠাকুরগাঁওয়ে ছাত্রদলের ৩৮তম প্রতিষ্ঠাবার্ষিকী কেক কাটা অনুষ্ঠানে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এ কথা বলেন।

১ জানুয়ারী ছাত্রদলের ৩৮ তম প্রতিষ্ঠাবার্ষিকীর কেক কেটে আনুষ্ঠানিকভাবে শুভ উদ্বোধন করেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

এ সময় তিনি বলেন, ছাত্রদলে নতুন নেতৃত্ব আসতে হবে। ছাত্রদলে নতুন ছাত্র আসুক তারা ছাত নেতৃত্বকে এগিয়ে নিয়ে যাবে। আজকে দেশের যে অবস্থা তাতে ছাত্রদের ভুমিকাই বড়।

বাংলাদেশের যা কিছু মহান যা কিছু কল্যনকর হয়েছে তা ছাত্রদের দাড়াই হয়েছে। ৫২ ভাষা আন্দোলন থেকে ৭১ এর স্বাধীনতা যুদ্ধ এবং ৯০ এর গণতান্ত্রিক সংগ্রাম সবকিছুতে ছাত্ররাই অগ্রণী ভুমিকা পালন করেছে।

তিনি আরো বলেন, তোমাদের অনেক ভাই হারিয়ে গেছে, অনেক ভাই নিহত হয়েছে। তাদের রক্তকে স্বরণ করে সংগঠনকে সচল রেখে নেতৃত্বকে বেগবান করতে হবে।