ঠাকুরগাঁওয়ে বিআরটিসি বাস ও ট্রাকের মুখোমুখি সংর্ঘষে দুইজন নিহত

ঠাকুরগাঁও : এ সময় আহত হয়েছেন আরো ১৬ জন। সোমবার সকাল ৭টায় এ দুর্ঘটনা ঘটে। স্থানীয় এলাকাবাসী আহতদের উদ্ধার করে ঠাকুরগাঁও আধুনিক সদর হাসপাতালে নিয়ে গিয়ে ভর্তি করে। পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, পঞ্চগড় থেকে ছেড়ে আসা যাত্রীবাহী বিআরটিসি বাস ঠাকুরগাঁও মহাসড়কের ২৯ মাইল নামক স্থানে পৌঁছালে অপরদিক থেকে ছেড়ে আসা একটি ট্রাকের মুখোমুখি সংর্ঘষ হয়। এতে ড্রাইভার হেলপারসহ কমপক্ষে ১৮ জন যাত্রী আহত হন। পরে ফায়ার সার্ভিস কর্মী ও স্থানীয়রা ঘটনাস্থল থেকে ১৭ জনকে উদ্ধার করে সদর হাসপাতালে ভর্তি করে।

এদের মধ্যে আব্দুর নামের বিআরটিসি বাসের সুপারভাইজার ও বিআরটিসি বাসের যাত্রী ফরিদপুর জেলার বান্দিনগরের আব্দুল গনিশ্বরের ছেলে আরিফ মাহমুদ (৪২) চিকিৎসাধীন অবস্থায় মারা যান।

ঠাকুরগাঁও সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল লতিফ মিঞা দুর্ঘটনায় নিহতের কথা স্বীকার করে বলেন, ‘বর্তমানে রাস্তায় যানবাহন চলাচল স্বাভাবিক আছে। নিহতদের চিকিৎসা দেওয়া হচ্ছে।’