ঠাকুরগাঁওয়ে সরকারি মাধ্যমিক শিক্ষক সমিতির ত্রি-বার্ষিক সম্মেলন

এস. এম. মনিরুজ্জামান মিলন, ঠাকুরগাঁও প্রতিনিধিঃ সরকারি মাধ্যমিক শিক্ষক সমিতি (বাসমাশিস) ঠাকুরগাঁও জেলা শাখার ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (২৬ অক্টোবর) দুপুর ৩ টায় ঠাকুরগাঁও সরকারি বালক উচ্চ বিদ্যালয়ের ওআরসি ভবনে উক্ত সম্মেলন শুরু হয়।

উক্ত ত্রি-বার্ষিক সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাসমাশিস রংপুর অঞ্চলের সভাপতি মো. আব্দুর রাজ্জাক।

ঠাকুরগাঁও সরকারি বালক উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আখতারুজ্জামানের সভাপতিত্বে সম্মেলনে অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন ঠাকুরগাঁও সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষিকা মোছা. হাসিনা বেগম, বাসমাশিস রংপুর অঞ্চলের সাধারণ সম্পাদক মো. সফিয়ার রহমান সহ প্রমুখ।

উক্ত ত্রি-বার্ষিক সম্মেলনে বক্তারা বলেন, মাধ্যমিক পর্যায়ের শিক্ষকরা দেশ স্বাধীনের পর থেকেই বিভিন্ন সুযোগ-সুবিধা বঞ্চিত। কলেজ এবং প্রাথমিক পর্যায়ের শিক্ষকদের পদোন্নতি এবং বিভিন্ন সুযোগ-সুবিধা থাকলেও আমরা সব ধরনের সুবিধা থেকে বঞ্চিত এবং পিছিয়ে রয়েছি।

বক্তারা মাধ্যমিক শিক্ষক-শিক্ষিকাদের ৭ দফা দাবির দ্রুত বাস্তবায়নের দাবি জানান।

উল্লেখ্য, উক্ত ত্রি-বার্ষিক সম্মেলনে পঞ্চগড় ও দিনাজপুর জেলা বাসমাশিস সভাপতি-সাধারণ সম্পাদক সহ ঠাকুরগাঁও জেলার বিভিন্ন সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের শতাধিক শিক্ষক উপস্থিত ছিলেন।