ঠাকুরগাঁও কয়েক দিনে ভারী বর্ষণে নিম্নাঞ্চল প্লাবিত, শত শত কাঁচা বাড়ি ঘরের ব্যাপক ক্ষতি

মোঃ আনোয়ার হোসেন, হরিপুর উপজেলা প্রতিনিধি: হরিপুর (ঠাকুরগাঁও) উপজেলার ৬ টি ইউনিয়নে ভারী বর্ষণের ফলে শত শত হেক্টর জমির আমন ফসল তলিয়ে গেছে। নিম্নাঞ্চলে গ্রাম গুলি প্লাবিত হয়ে শত শত শত কাঁচা বাড়ি ঘর ধসের কারণে, অসহায় লোক জন খোলা আকাশের নীচে।

বন্যার কারণে শত শত মাছের ঘের ও পুকুরের মাছ ভেসে যাওয়ায় মৎস্যচাষীরা এখন দিশেহারা। ভারী বর্ষণের ফলে শাকসবজি বেগুন, মুলা,বরবটি, করলা,ফুলকপি,ফসলের ব্যাপক ক্ষতি। উপজেলার সবজির চাহিদা মিটায়ে উত্তর অঞ্চলের বিভিন্ন হাটে বিক্রি করে থাকে, অতিরিক্ত বৃষ্টি কারণে বীজতলা তলিয়ে গেছে, এখন বীজ তলায় চারা বাঁচানো যাবে কি না, এই নিয়ে সবজি চাষীরা চিন্তিত। এখন আবার নানা রোগ বালাই ভারী বর্ষণে ফলে গাছ ও ফুল ফলে পচন ধরেছে।