‘ডব্লিউএইচও’র অনুমোদন পেলে প্রথম ধাপেই ভ্যাকসিন পাবো’

বিশ্ব স্বাস্থ্য সংস্থা অনুমোদন দিলে প্রথম ধাপেই বাংলাদেশ ভ্যাকসিন পাবে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক।

মঙ্গলবার (২৯ ডিসেম্বর) সন্ধ্যায় প্রাইভেট মেডিকেল অ্যাসোসিয়েশনের উদ্যোগে আয়োজিত এক ভার্চুয়াল সভায় অংশ নিয়ে মন্ত্রী এ কথা বলেন।

স্বাস্থ্যমন্ত্রী বলেন, সরকারি হাসপাতালের পাশাপাশি বেসরকারি হাসপাতালের জন্যও ভ্যাকসিনের ব্যবস্থা করবে সরকার। করোনা ভাইরাসের সংক্রমণ এড়াতে ও মৃত্যু ঝুঁকি কমাতে স্বাস্থ্যবিধি মেনে চলার কোনো বিকল্প নেই।

সভায় জানানো হয়, দেশের সরকারি ও বেসরকারি ১৬৩টি ল্যাবে ৩১ লাখ ৫৯ হাজার ২৬০টি নমুনা পরীক্ষা করা হয়েছে। এর মধ্যে বেসরকারি মেডিকেল কলেজ হাসপাতালে ৯৬ হাজার কোভিড নমুনা পরীক্ষা করা হয়েছে। ৬ লাখ ৮২ হাজার কোভিড রোগীকে বেসরকারি মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়েছে। বেসরকারি ১৬টি ডেডিকেটেড কোভিড হাসপাতালে করোনা রোগী চিকিৎসার জন্য ৩শ’ আইসিইউ ও ২৫০টি ভেন্টিলেশন প্রস্তুত রাখা হয়েছে।