ডাকাত দলের আট সদস্য আটক

আটক

নিজস্ব প্রতিবেদক : রাজধানীর পুরান ঢাকার বাদামতলী এলাকা থেকে একটি ট্রলারসহ আন্তঃজেলা ডাকাত দলের আট সদস্যকে আটক করেছে কোতোয়ালী থানা পুলিশ।

বুধবার রাতে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

বৃহস্পতিবার চকবাজার থানায় এক সংবাদ সম্মেলনে ডিএমপির লালবাগ বিভাগের ডিসি ইব্রাহিম খান এসব তথ্য জানান।

ইব্রাহিম খান বলেন, গত ৮ অক্টোবর বিকেল ৪টার দিকে কোতোয়ালী থানাধীন হাজী লাট মাকের্টের ফল বিক্রেতা শামসুউদ্দীন তার দোকানের ২০ লাখ টাকা ব্যাংকে জমা দেওয়ার জন্য ৫ জন কর্মচারীকে ইসলামপুর পাঠান। পথে ৮/১০ জনের একটি ডাকাত দল ২০ লাখ টাকার ব্যাগটি ছিনিয়ে নিয়ে যায়। সে সময় এই ডাকাত দল ইঞ্জিনচালিত ট্রলারে করে সদরঘাট দিয়ে নারায়ণগঞ্জের দিকে পালিয়ে যায়। গতকাল বুধবার রাতে বাদামতলীতে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। এ সময় ইঞ্জিত চালিত ট্রলার, ৪টি চাকু, ১ লাখ ৭৫ হাজার টাকা ও ডাকাতির কাজে ব্যবহৃত ৮টি মোবাইল ফোন জব্দ করা হয়।

ডিসি বলেন, এই ডাকাত সদস্যদের নামে বিভিন্ন থানায় ডাকাতির মামলা রয়েছে। মামলার তদন্ত চলছে।

জিজ্ঞাসাবাদের জন্য পুলিশ তাদের রিমান্ড চাইবে বলে জানান তিনি।