ডাক ও টেলিযোগাযোগ বিভাগের সব সাফল্য প্রধানমন্ত্রীর

সচিবালয় প্রতিবেদক : রোববার তথ্য মন্ত্রণালয়ের সভাকক্ষে পরিচিতির পর তথ্য অধিদপ্তরের সভাকক্ষে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে ডাক ও টেলিযোগাযোগ বিভাগের উন্নয়নের চিত্র তুলে ধরতে গিয়ে এ কথা বলেন তিনি।
তথ্য মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী হিসেবে দায়িত্ব নিয়ে তারানা হালিম বলেছেন, ডাক ও টেলিযোগাযোগ বিভাগের সব সাফল্য প্রধানমন্ত্রীর।

তারানা হালিম বলেন, ‘উন্নয়ন কাজ আমি একা করিনি। সাফল্য যা হয়েছে, তার সবই প্রধানমন্ত্রী শেখ হাসিনার। ডাক ও টেলিকমের কর্মকর্তা-কর্মচারীরাও অক্লান্ত পরিশ্রম করেছেন। এটি প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকারের সাফল্য। আমি কর্মী হিসেবে কাজ করেছি।’

তিনি বলেন, ‘সততার সঙ্গে কাজ করে গেছি। কারণ, প্রধানমন্ত্রীর কাছ থেকে দিক-নির্দেশনা পেয়েছি। বিগত মন্ত্রণালয়ের সাফল্যের ধারাবাহিকতা এখানেও রক্ষা করব। সুন্দর কাজ বেশি বেশি উপহার দেব।’

তিনি আরো বলেন, ‘ভালো কাজ করার জন্য যখন যেখানে যাব সততার সঙ্গে কাজ করব। আমি দুর্নীতির সঙ্গে কখনও আপোশ করিনি, করব না, করা সম্ভব নয়। এটা মাননীয় প্রধানমন্ত্রী শিখিয়েছেন। আমরা বঙ্গবন্ধুর সৈনিক, দুর্নীতির সঙ্গে আমাদের কখনও সমঝোতা হতে পারে না। এই ধারা এখানেও থাকবে।’

তিনি বলেন, ‘আমি এখানেও (তথ্য মন্ত্রণালয়ে) দুর্নীতির সঙ্গে আপোশ করবো না। তথ্যমন্ত্রী ইনু ভাই আছেন, তিনি এখন যেসব চ্যালেঞ্জিং কাজের দায়িত্ব দেবেন আমি আশা করি তা যথাযথভাবে পালন করবো।’

তারানা হালিম বলেন, ‘ভাল কাজ করার জন্য প্রধানমন্ত্রী যখন যেখানে দায়িত্ব দেবেন সেখানেই কাজ করবো। সততা ও দক্ষতার সঙ্গে কাজ করবো। আমি কথা কম বলে কাজ বেশি করতে চাই।’

সাংবাদিকদের উদ্দেশে তিনি বলেন, ‘আগের মতোই আমার দরজা আপনাদের জন্য খোলা থাকবে। আপনাদের দাবিগুলো ইনু ভাইয়ের কাছ থেকে জেনে নিয়ে তা বাস্তবায়নের জন্য চেষ্টা করবো।’

এ সময় তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু, তথ্য মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত সচিব মো. নাসির উদ্দিন আহমেদ, প্রধান তথ্য অফিসার কামরুন নাহার উপস্থিত ছিলেন।

এর আগে তারানা হালিম রোববার সকাল সাড়ে ১০টার দিকে সচিবালয়ে যান। তিনি তথ্য প্রতিমন্ত্রীর কার্যালয়ে পৌঁছালে ঊর্ধ্বতন কর্মকর্তারা তাকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান।