ডিএনসিসির সকল খালের সীমানা খুটি স্থাপনের কাজ শুরু

নিজস্ব প্রতিবেদক: সেনাবাহিনীর সহায়তায় আজ থেকে ডিএনসিসির আওতাধীন খালগুলোর সীমানা খুটি স্থাপনের কাজ শুরু হয়েছে।

আজ বুধবার সকালে রাজধানীর কল্যাণপুর খাল থেকে সীমানা খুটি স্থাপনের কাজের উদ্ধোধন করছেন স্থানীয় সরকার মন্ত্রী তাজুল ইসলাম।

ইতিমধ্যে যেসব খাল উদ্ধার করা হয়েছে, তেমনি চ্যালেঞ্জ মোকাবেলা করে সীমানা পিলার নির্মাণ করতে সক্ষম হবে বলে জানিয়েছেন মো. তাজুল ইসলাম। এজন্য জনগণের সহযোগিতা প্রয়োজন বলেও জানান তিনি।

ডিএনসিসি মেয়র আতিকুল ইসলাম বলেন, সীমানার কারণে অনেক প্রজেক্ট বাস্তবায়ন করা দুরূহ হয়ে যাচ্ছে। সীমানা পিলার হবে সরকারি যায়গায়। যেখানে হবে সেখানে স্থাপনা থাকলে তা সরিয়ে ফেলতে হবে এর বিকল্প নেই।

ঢাকা উত্তর সিটি কর্পোরেশন আওতাধীন ২৯টি খাল ও ১টি রেগুলেটিং পন্ডের সীমানা নির্ধারণ প্রকল্পের উদ্বোধনী অনুষ্ঠানে এসব কথা বলেন তারা। সেনাবাহিনীর ১২ ইঞ্জিনিয়ার ব্যাটালিয়ন এই কাজটি বাস্তবায়নে কাজ করছে।