ডিএনসিসি বিএনপির পক্ষে নির্বাচন করতে দুপুর পর্যন্ত ৪ জন মনোনয়ন ফরম নিয়েছেন

জ্যেষ্ঠ প্রতিবেদক : রোববার বেলা ১১টা থেকে মনোনয়ন ফরম বিক্রি শুরু করে দলটি। বিএনপির এই মনোনয়ন ফরম ১০ হাজার টাকায় বিক্রি হচ্ছে। সোমবার বিকেল ৪টার মধ্যে ২৫ হাজার টাকা জামানতসহ মনোনয়ন পত্র জমা দিতে হবে।
ঢাকা উত্তর সিটি করপোরেশন নির্বাচনে (ডিএনসিসি) বিএনপির পক্ষে নির্বাচন করতে দুপুর পর্যন্ত ৪ জন মনোনয়ন ফরম নিয়েছেন।

মনোনয়ন ফরম নিয়েছেন বিএনপির সহ প্রকাশনা সম্পাদক শাকিল ওয়াহেদ, ঢাকা মহানগর উত্তর বিএনপির সভাপতি এম এ কাইয়ুমের পক্ষে বজলুল বাসিত আঞ্জু, বিএনপির প্রাক্তন সাংসদ মো. আক্তারুজ্জামান এবং আছাদুজ্জামান। দুপুর আড়াইটার দিকে মনোনয়ন পত্র সংগ্রহ করেন তাবিথ আউয়াল।

প্রার্থীদের হাতে মনোনয়ন ফরম তুলে দেন দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। এর আগে শনিবার রাতে দলের স্থায়ী কমিটির বৈঠকে মনোনয়ন ফরম বিক্রির সিদ্ধান্ত হয়।

বৈঠকের পর দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, ঢাকা উত্তর সিটি করপোরেশন নির্বাচনে মেয়র পদে মনোনয়ন পেতে ইচ্ছুক নেতারা রোববার বিকাল ৪টার মধ্যে নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয় থেকে ১০ হাজার টাকার বিনিময়ে ফরম সংগ্রহ করেত পারবেন। পরদিন বিকাল ৪টার মধ্যে ২৫ হাজার টাকা জামানতসহ আবেদন ফরম জমা দিতে হবে। ওইদিন রাতেই গুলশানের কার্যালয়ে দলীয় মনোনয়ন বোর্ডের সদস্যদের কাছে প্রার্থী হতে ইচ্ছুকদের সাক্ষাৎকার দিতে হবে। এরপর প্রার্থী চূড়ান্ত করা হবে।

আনিসুল হকের মৃত্যুতে শূন্য হওয়া ঢাকা উত্তর সিটি করপোরেশনের মেয়র পদে আগামী ২৬ ফেব্রুয়ারি নির্বাচন হবে। গত মঙ্গলবার নির্বাচনের তফসিল ঘোষণা করা হয়েছে। এর আগে ওই সিটিতে ২০১৫ সালের ২৮ এপ্রিল ঢাকা উত্তর-দক্ষিণ ও চট্টগ্রাম সিটি করপোরেশনে ভোট হয়। আওয়ামী লীগের সমর্থনে ওই নির্বাচনে ঢাকা উত্তর সিটি করপোরেশনের মেয়র নির্বাচিত হন আনিসুল হক। যদিও কারচুপির অভিযোগ তুলে মাঝপথে নির্বাচন থেকে সরে যায় বিএনপি সমর্থিত প্রার্থী তাবিথ আউয়াল।

প্রায় দুই বছর ধরে মেয়রের দায়িত্ব পালনের মধ্যেই গত বছর জুলাইয়ে যুক্তরাজ্যে গিয়ে হাসপাতালে ভর্তি হন সেরিব্রাল ভাস্কুলাইটিসে আক্রান্ত আনিসুল। চিকিৎসাধীন অবস্থায় গত ৩০ নভেম্বর তার মৃত্যু হয়।