ডিএমপির নির্দেশনা তাজিয়া মিছিল উপলক্ষে

নিজস্ব প্রতিবেদক : পবিত্র আশুরায় রাজধানীর বিভিন্ন স্থানে তাজিয়া মিছিল বের হবে। মিছিলে দা, ছুরি, কাঁচি, বর্শা, বল্লম ব্যবহারের ওপর নিষেধাজ্ঞাসহ কিছু নির্দেশনা দিয়েছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)।

বৃহস্পতিবার ডিএমপির গণমাধ্যম শাখা থেকে এসব নির্দেশনার কথা জানানো হয়েছে।

ডিএমপি জানায়, তাজিয়া মিছিলে পাইক দলভুক্ত ব্যক্তিবর্গ দা, ছুরি, কাঁচি, বর্শা, বল্লম, তরবারি, লাঠি ইত্যাদি নিয়ে অংশগ্রহণ করে ক্ষেত্র বিশেষে অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি সৃষ্টি করে। যা সম্মানিত নগরবাসীর মনে আতঙ্ক ও ভীতি সৃষ্টি করে। এসব জননিরাপত্তার প্রতি হুমকিও হতে পারে। একই সঙ্গে আতশবাজি ও পটকা ফোটানোর ওপর নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে। এসব নির্দেশনা অমান্য করলে ঢাকা মেট্রোপলিটন পুলিশ অর্ডিন্যান্স-এর ২৮ ও ২৯ ধারায় আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

উল্লেখ্য, আগামী ১ অক্টোবর পবিত্র আশুরা পালন উপলক্ষে তাজিয়া মিছিল হবে।