ডিজিটাল নিরাপত্তা আইনে নিপুণের বিরুদ্ধে মামলা করার সিদ্ধান্ত জায়েদ খানের

চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচনে সাধারণ সম্পাদক পদে পরাজিত চিত্রনায়িকা নিপুণের বিরুদ্ধে মামলা করতে যাচ্ছেন চিত্রনায়ক জায়েদ খান। এই অভিনেত্রীর নামে তেজগাঁও শিল্পাঞ্চল থানায় ডিজিটাল নিরাপত্তা আইনে তিনি মামলা দায়ের করবেন বলে জানিয়েছেন।

সোমবার সন্ধ্যার এক প্রেস ব্রিফিংয়ে এই কথা জানান জায়েদ খান নিজেই।

তিনি জানান, সংবাদ সম্মেলন করে জায়েদ খানের নামে মিথ্যা অভিযোগ জানিয়েছেন নিপুণ। চিত্রনায়িকা মুনমুনকে টাকা দিয়ে ভোট কেনার অভিযোগের যে ভিডিও দেখিয়েছেন নিপুণ, সেটা মিথ্যা। এবং তার নামে যে চ্যাটের স্ক্রিনশট দেখিয়েছেন সেগুলোও সঠিক নয়। এসব কারণে মামলা করতে যাচ্ছেন তিনি।

এর আগে চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচনের পর রবিবার সংবাদ সম্মেলন ডেকেছিল ইলিয়াস কাঞ্চন-নিপুণ প্যানেল। সেই সংবাদ সম্মেলনে সাধারণ সম্পাদক পদে জয়ী অভিনেতা জায়েদ খানের বেশকিছু ‘কথোপকথন’-এর স্ক্রিনশট প্রকাশ করা হয়েছে।